নির্বাচনের পরেও আঘাতের প্রক্রিয়া চালাবে বিজেপিঃ যশবন্ত সিনহা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের আগে তো করছেই, নির্বাচনের পরেও এই আঘাত চলবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করলেন প্রাক্তন বিজেপি নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতির আলচনায় থাকার পর শনিবার মেদিনীপুরে বিজপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক দলের নেতারা। এভাবেই তিলে তিলে তৃণমূলকে ভাঙবে বিজেপি। নিজের টুইটে তা স্পষ্ট করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে তিনি টুইটে লেখেন, বাংলা দখলের জন্য সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে যাচ্ছে বিজেপি। ভোটের পরেও এই কর্মকান্ড চালিয়ে যাবে তাঁরা। এখন যা পরিস্থিতি, তা থেকে ফিরতে হলে আগামী বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করতে হবে তৃণমূলকে।

আরও পড়ুনঃ দলের ইচ্ছামতো কাজ করতে প্রস্তুত, কংগ্রেসকে জানালেন রাহুল

অন্যদিকে এরাজ্যে নিজেদের বিস্তারের জন্য কোনরকম ত্রুটি রাখছে না গেরুয়া শিবির। দেশের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হারাতে অনেক আগে থাকতেই ময়দানে নেমেছিল বিজেপি সরকার। সে কারণে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে জনসভার আয়োজন করেন তাঁরা। মোদী থেকে শুরু করে অমিত শাহরাও আসেন বারংবার।  একাধিক সফরে এবার আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার পর এক বড় জয় পেল গেরুয়া শিবির। ফলে তৃণমূলের এই হঠাৎ ভাঙনে আগাম সতর্কতা জারি করলেন যশবন্ত সিনহা। এই একই ইস্যুতে মমতাকে এর আগে সতর্ক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সম্পর্কিত পোস্ট