কেষ্টর গড়ে অমিতের মেগা শো, খোলা চ্যালেঞ্জ তৃণমূলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  রবিবার বিকেলে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের গড়ে মেগা র‍্যালি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই সাংবাদিক বৈঠকে একহাত নিলেন বর্তমান রাজ্যের শাসক দলকে৷ বাংলার বেহাল পরিস্থিতির জন্য তৃণমূলকে দায়ী করে একগুচ্ছ পরিসংখ্যান তুলে ধরলেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।

শুরুতেই আমফানের প্রসঙ্গ তুলে অমি শাহের প্রশ্ন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও কেন সিএজিকে তদন্ত করতে বাধা দিচ্ছে তৃণমূল? কেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার উপস্থিত হয়েছেন? তিনি স্পষ্ট করে বলেন, আসলে মুখ্যমন্ত্রী নিজেও জানেন তাঁর দলের লোকেরাই এর পিছনে দায়ী।

তিনি আরও বলেন, স্বাধীনতার সময় এক তৃতীয়াংশ জিডিপি ছিল ভারতের। যা প্রায় ৩০ শতাংশ। বর্তমানে তা ৩.৪ শতাংশে নেমে এসেছে। এর জন্য বর্তমান মুখ্যমন্ত্রী এবং বামেদের দোষারোপ করেছেন তিনি।

একসময় পশ্চিমবঙ্গে ২৭ শতাংশ মানুষের রোজগার ছিল। এখন তা ৪ শতাংশে নেমে এসেছে। বাংলার মানুষের আয় মহারাষ্ট্রের আয়ের তুলনায় দ্বিগুন ছিল বলে দাবী করেন তিনি। এখন মহারাষ্ট্রের মানুষের আয়ের অর্ধেকের থেকেও কম আয় বাংলার মানুষ করে বলে দাবী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাজ্যের আয় আগের তুলনায় ব্যাপক পরিমাণে কমেছে বলে দাবী করেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mamata-banerjee-thanks-another-non-bjp-chief-minister-for-standing-by-west-bengal/

একসময় দেশের ফার্মা ইন্ডাস্ট্রির ৭০ শতাংশ বাংলায় ছিল। এখন তা ৭ শতাংশে নেমে এসেছে বলে দাবী করেন তিনি। বাংলার বিখ্যাত পাট শিল্প আজ বন্ধের পথে। ব্যাক্তিগত আয় বৃদ্ধির নিরিখে বাংলা দেশে ২২ তম স্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তৃণমূল এই চ্যালেঞ্জ জানাবে জেনেই পালটা কাউন্টারের জন্য যুব সম্প্রদায়কে এবিষয়ে এগিয়ে আসার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

একইসঙ্গে ডায়মন্ড হারবারে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হামলার প্রসঙ্গে সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের দ্বারাই এ কাজ হয়েছে বলে দাবী করেন তিনি।  এর আগে ১০ বছরের রিপোর্ট কার্ড পেশ করে বঙ্গধ্বনী যাত্রার ডাক দিয়েছে ঘাসফুল শিবির।

এলাকায় এলাকায় গিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। ঠিক সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পরিসংখ্যান তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট