কৃষকদের সঙ্গে সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে বৈঠকে রাজি সরকারঃ রাজনাথ সিং
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার ‘কৃষক দিবস’ উপলক্ষে একবেলা অনশনের ঘোষণা করেছেন কৃষকরা। সেইসঙ্গে চলবে রিলে অনশন প্রক্রিয়া। টানা ২৮ দিন পরেও কৃষকদের দাবী পুরণে ব্যর্থ হয়েছে সরকার। কৃষকদের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্র রাজি বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন উপলক্ষে ‘কৃষক দিবস’ পালিত হয়। কৃষকরা খুব শীঘ্রই তাঁদের আন্দোলন অবসান করবেন।
এদিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি দেশের অন্নদাতাদের শুভেচ্ছা জানাই। কৃষকরা আমাদের খাদ্য নিরাপত্তা দেন। কিছু কৃষকরা কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন। সরকার তাঁদের সঙ্গে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে আলোচনায় রাজি বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, কৃষকরা তাঁদের আন্দোলন অতি শীঘ্রই তুলে নেবেন সেবিষয়ে তিনি আশাবাদী।
আরও পড়ুনঃ দিল্লির গাজিপুর সীমান্ত অবরুদ্ধ করে আন্দোলনে কৃষকরা
বুধবারই একটি কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। কৃষকদের কিছু এনজিও কৃষি আইনের সমর্থন জানাবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু তিন কৃষি আইন প্রত্যাহারের দাবীতে অনড় থেকেছেন আন্দোলনরত কৃষকরা।
সরকারের সঙ্গে বৈঠকের আগে নিজেদের মধ্যে বৈঠক করে নিতে চান কৃষক নেতারা। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশ্যা, কেরালা সহ দেশের ৪০ জন কেন্দ্রীয় কৃষক সংগঠনের নেতাদের বৈঠক হবে। তার আগে সকালেই গাজিপুর বর্ডারে যজ্ঞ করেন কৃষকরা। এখনও সেই গাজিপুর সীমান্তে অবরুদ্ধ করে আন্দোলনে শামিল হয়েছেন কৃষকরা।
প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিবস উপলক্ষে দেশজুড়ে ‘কৃষক দিবস’ পালিত হয়। এদিন সারা দেশের কৃষকদের এক বেলা অনশনের জন্য আহ্বান জানানো জানানো হয়েছে কৃষকদের তরফে। এদিন কিশান ঘাটে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করবেন কৃষকরা।
মঙ্গলবার আম্বালাতে দলীয় কর্মসূচীর জন্য যাচ্ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তাঁর উদ্দেশ্যে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেন কৃষকরা।