সিঙ্ঘু বর্ডারে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করল তৃণমূল, পাশে থাকার আশ্বাস মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লিতে সিঙ্ঘু বর্ডারে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল। অনশনরত কৃষকদের সঙ্গে কথা বলেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন তিনি।

বুধবার কৃষক দিবস উপলক্ষে একবেলা অনশনের আহবান জানিয়েছেন আন্দোলনরত কৃষকরা। এদিনেই সিঙ্ঘু বর্ডারে কৃষকদের সঙ্গে দেখা করতে আন তৃণমূল সাংসদদের ৫ জনের একটি দল। উপস্থিত ছিলেন ডেরেকে ও ব্রায়েন, প্রতিমা মন্ডল, শতাব্দি রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক।

 

এদিন আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। কৃষকদের তরফে মমতাকে আর্জি জানানো হয়েছে তিনি যেন সিঙ্ঘু বর্ডারে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষকদের কথা বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ কৃষকদের সঙ্গে সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে বৈঠকে রাজি সরকারঃ রাজনাথ সিং

এর আগে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। সেখানে গিয়ে ফোনে কৃষকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মতে, একাধিকবার বিজেপির তরফে অভিযোগ তোলা হয় কেন্দ্রের প্রকল্প থেকে কৃষকদের বঞ্চিত করা হচ্ছে। ঠিক সেই সময়েই দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট