জানুয়ারির প্রথম সপ্তাহে নন্দীগ্রামে সভা করবেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার শুভেন্দুর গড়ে জনসভা করবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ জানুয়ারি নন্দীগ্রামের মাটিতে মুখ্যমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকবেন অধিকারী পরিবারের অন্য তিন সদস্য? যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

শনিবার বিজেপিতে যোগ দেওয়ার সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন, টানা ৬২ দিন ধরে এনডিএ আন্দোলনের কারণেই নন্দীগ্রামের আন্দোলন অন্য মাত্রা পেয়েছিল। মঙ্গলবার পুর্বস্থলীর জনসভা থেকে তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানীর আশ্রয় না দিলে তৃণমূল দলটাই উঠে যেত। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুকে কড়া জবাব দিতে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।

বিজেপিতে যোগ দেওয়ার পর নিজের গড় কাঁথিতে প্রথম জনসভা করবেন শুভেন্দু। তার আগে প্রায় পাঁচ কিলোমিটার মিছিল করবেন তিনি। ঠিক তারই আগে কাঁথির ডরমেটরি ময়দানে বিরাট জনসভা করেছে তৃণমূল। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পুর্ব মেদিনীপুরের জেলা কো-অর্ডিনেটর অখিল গিরি সহ জেলা তৃণমূলের একাধিক নেতৃত্ব। সেদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন অধিকারী পরিবারের বাকি তিন তৃণমূল সদস্য শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবঙ্গ সৌমেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ শিশির অধিকারী না থাকলে বাড়িতে বসে থাকতে হত, শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের

ওইদিনের সভামঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি আরও বলেন, কাঁথির জনসভায় মানুষের এত বিপুল ভিড় প্রমাণ করে দিচ্ছে কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। যা খুব ভালোভাবে নেয়নি অধিকারী বাকি তিন সদস্য। কিন্তু সভামঞ্চে কেন অনুপস্থিত থেকেছেন জেলা সভাপতি শিশির অধিকারী? তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন বাড়ি থেকে বের হচ্ছেন না তাই তিনি অনুপস্থিত থেকছেন। কিন্তু নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সভাতেও কি অনুপস্থিত থাকবেন শিশিরবাবু? যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সভা এড়িয়ে যেতে পারেন অধিকারী পরিবারের তিন সদস্য। যদি এড়িয়ে যান সেক্ষেত্রে দল কি পদক্ষেপ নেবে? সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

সম্পর্কিত পোস্ট