মালদহের আমবাগানে বোমা বিস্ফোরণ , গ্রেফতার দুই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মালদহ জেলার মাণিকচকের মথুরাপুরে বোমা বিস্ফোরণ ।
মথুরাপুরের সিংহ পাড়ার আমবাগানের ঘটনা। বোমা তৈরি করতে গিয়েই ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের।
ঘটনায় সিন্টু মন্ডল এবং কৃষ্ণ চৌধুরী নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে যায় পুলিশ। বোমা দেখে তাজ্জব তদন্তকারী অফিসাররা ।
কাঁচের গুলির চেয়ে বড় আকারের গুলির মত দেখতে বোমাগুলি। নাম বাটুল বোমা।
ঘটনাস্থল থেকে একটি বাটুলও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবী, এই নতুন ধরনের বিস্ফোরক সম্পর্কে কোনও অনুমান নেই।
স্থানীয় সূত্রের খবর, বোমা ফাটার তীব্র শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে আসেন তাঁরা। ঘটনাস্থলে দুটি মোটর সাইকেল এবং চার জনকে দেখতে পাওয়া যায় ।
স্থানীয়দের ধারণা, বোমা বানাতে গিয়েই এই বিস্ফোরণ। পুলিশ সূত্রের খবর, বোমা বিস্ফোরণ – এ গুরুতরভাবে জখম হয়েছেন একজন দুষ্কৃতি।
স্থানীয়দের অভিযোগ, কিছুদিন ধরেই এলাকায় অজ্ঞাত ব্যক্তির আনাগোনা লক্ষ্য করছিলেন তাঁরা। তখন থেকেই ক্রমশ সন্দেহের দানা বাঁধতে শুরু করে।
রবিবারের ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কে রয়েছেন তাঁরা। পুলিশ নিরাপত্তার দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।