বামেদের সঙ্গে জোটে মিলেছে হাইকম্যান্ডের অনুমতি, টুইট করে জানালেন অধীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোটে হাইকম্যান্ডের সবুজ সংকেত মিলেছে। বৃহস্পতিবার সেই কথা টুইট করে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

 

এর আগে একাধিকবার জোটের ইস্যুতে বৈঠকে বসেছেন দু’পক্ষ। একইসঙ্গে বৈঠক করেছেন অধীর চৌধুরী, বিমান বসু এবং সুর্যকান্ত মিশ্ররা। কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বামেদের তরফে পলিটব্যুরো সবুজ সংকেত দিয়েছে। কিন্তু আসন বন্টন সহ বেশ কিছু বিষয়ে দুই দলের সমঝোতা না হওয়ায় জোটের বিষয় ঝুলে রয়েছিল। এদিন কংগ্রেস হাইকম্যান্ডের তরফে সবুজ সংকেত মেলায় জোটের কাজ কিছুটা এগিয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ জানুয়ারির প্রথম সপ্তাহে নন্দীগ্রামে সভা করবেন মমতা

এর আগে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে একজোটে লড়াইয়ের প্রস্তাবে আলিমুদ্দিন সায় দিলেও পলিটব্যুরোর বেশ কিছু সদ্যসরা এতে রাজি ছিলেন না। কিন্তু সময় যতই গড়িয়েছে ততই রাজ্যের শাসক দল এবং বিজেপির বিরুদ্ধে একজোটে সোচ্চার হতে দেখা বাম-কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। এমনকি বেশ কিছু ইস্যুতে একইসঙ্গে হাটতে দেখা গিয়েছে বিমান বসু এবং প্রদীপ ভট্টাচার্যদের।

সম্প্রতি কৃষক আন্দোলনে সারা রাজ্যজুড়ে সরব হতে দেখা গিয়েছে বাম কংগ্রেসকে। কৃষকদের ডাকা ধর্মঘটে সাড়া দিয়ে একইসঙ্গে আন্দোলনে পা মেলাতে দেখা গিয়েছে বাম এবং কংগ্রেস নেতৃত্বকে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতির টুইট তা দুই পক্ষের জন্য স্বস্তি দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট