‘দুয়ারে সরকার’-এর পর তৃণমূলের চমক ‘দুয়ারে তারকা’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  দুয়ারে সরকারের পর এবার তৃণমূলের চমক ‘দুয়ারে তারকা’। তরুণ প্রজন্মকে আরও কাছে টানেই লক্ষ্য এই কর্মসূচির। রাজ্যের বিভিন্ন জেলায় ‘টাউনহল’ এই কর্মসূচিতে ২৫ থেকে ৩৫ বছরের তরুণ-তরুণীদের মুখোমুখি বসে আইনসভার বাছাই সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে।

যাঁরা ওই কর্মসূচিতে অংশ নেবেন, তাঁরা সকলেই প্রথাগত এবং পেশাদার রাজনীতিক নন। আগামী জানুয়ারি মাস থেকেই ওই তারকাদের দুয়ারে-দুয়ারে যাওয়ার কথা। কে কখন সময় দিতে পারবেন তা দলকে দ্রুত জানাতে বলা হয়েছে ।

সেই তালিকাও নেহাত ছোট নয়। জানা গিয়েছে, শতাব্দী রায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, লক্ষ্ণীরতন শুক্ল, ব্রাত্য বসু, মহুয়া মৈত্র এবং ডেরেক ও’ব্রায়েন। এদের মধ্যে অনেকেই ছবির জগৎ থেকে রাজনীতিতে এসেছেন এবং সফল হয়েছেন।

প্রসূন যেমন প্রাক্তন ফুটবলার এবং লক্ষ্ণী তেমনই প্রাক্তন ক্রিকেটার। দু’জনেই দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন। তালিকায় নাট্যব্যক্তিত্ব রয়েছেন ব্রাত্য বসুও আছেন ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mamata-banerjee-wrote-a-letter-to-amartya-sen-in-the-land-debate/

রাজনীতিতে আসার আগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া ছিলেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার এবং বিদেশে কর্মরতা। লোকসভায় তাঁর প্রথম বক্তৃতাটি ‘ভাইরাল’ হয়েছে এবং মহুয়া সর্বভারতীয় পরিচিতি পেয়েছেন।

একই রকম ভাবে ডেরেক ছিলেন দেশের অন্যতম পরিচিত কুইজমাস্টার। তিনি বিজ্ঞাপন জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। কিন্তু তিনিও রাজনীতিতে এসেছেন এবং তৃণমূলের রাজ্যসভার নেতা হয়েছেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের আগে এঁদের দিয়ে তৃণমূল তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে চাইছে।

নির্বাচনের আগে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ তৈরি হলেও, দলকে জেতানোর জন্য পরিকল্পনা তৈরি টিম পিকের।

একুশের নির্বাচনের আগে বাংলার মাটিতে তৃণমূলের হয়ে বড়ো চমক দেওয়ার স্ট্যাটেজি ইতিমধ্যেই নিতে শুরু করেছে টিম পিকে। তৃণমূলের দুয়ারে দুয়ারে সরকারের পর এবারে বাংলার মানুষের কাছে চমক দিয়ে দুয়ারে তারকা কর্মসূচীর নকশা তৈরি করে ফেলেছে তৃণমূল।

সুত্রের খবর, একুশের নির্বাচনের আগে বাংলার মানুষকে চমক দিতে দুয়ারে সরকারের পর দুয়ারে তারকা প্রচার পর্ব শুরু হতে চলেছে। এই প্রচার পর্বে টিম পিকে নয়া ধামাকা নিয়ে হাজির করতে চলেছেন বলেই খবর।

সম্পর্কিত পোস্ট