দিল্লির কিছু ব্যক্তি আমাকে গণতন্ত্রের পাঠ শেখাচ্ছেন, রাহুলকে খোঁচা প্রধানমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লিতে এমন অনেকে আছেন যারা সর্বদা আমাকে গণতন্ত্রের পাঠ শেখানোর চেষ্টা করছেন। নাম না করে রাহুল গান্ধীকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
সম্প্রতি কৃষি আইন প্রত্যাহারের দাবীতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে উপস্থিত হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব। সেখানে সরকারকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, যারাই আন্দোলন করছেন তাঁদেরকে সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হচ্ছে।
এমনকি মোহন ভগবত আন্দোলন করলেও তাঁকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হবে। এরপর শনিবার জম্মু-কাশ্মীরে আয়ুষ্মান ভারত প্রকল্পের উদ্বোধনে রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দিল্লিতে এমন অনেকে আছেন যারা আমাকে অপমাণ করছেন। আমাকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করছেন। গণতন্ত্রের পাঠ শেখাতে চাইছেন। গণতন্ত্র কাকে বলে তা জম্মু-কাশ্মীরের মানুষ জবাব দিয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, অনেকে আছেন যারা গণতন্ত্র নিয়ে বহু কথা বলেন। অথচ তারাই গণতন্ত্র নিয়ে দ্বিচারিতা করছেন।
আরও পড়ুনঃ বাংলার কৃষকদের সঙ্গে বঞ্চনা হচ্ছে, ভার্চুয়াল বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী
পুদুচেরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর মন্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনও নির্বাচন হয়নি। অথচ জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার এক বছরের মধ্যেই সেখানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
একইসঙ্গে জম্মু-কাশ্মীরের নির্বাচনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিভাবে প্রচন্ড ঠান্ডার মধ্যে কাশ্মঈরের সমস্ত মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, গণতন্ত্রকে দৃঢ় করতে মানুষের এই পদক্ষেপে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী।
কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরের ২০ টি জেলার উন্নয়ন কাউন্সিলের নির্বাচন সম্পন্ন হয়েছে। একাধিক আসনে জয়লাভ করেছেন ফারুক আবদুল্লাহ নেতৃত্বে থাকা গুপকর জোট। দ্বিতীয় হয়েছে বিজেপি। এখানেও পিছিয়ে কংগ্রেস। যদিও উপত্যকায় পদ্মের আগমণ হয়েছে বলে দাবী করছে বিজেপি।