২৯ ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে চায় কৃষকরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় একমাস পার করেছে দিল্লিতে কৃষকদের আন্দোলন৷ আন্দোলন করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে ৩৩ জন কৃষককে৷ এরই মধ্যে কেন্দ্রের প্রস্তাবে রাজি হয়ে বৈঠকে রাজি হল কৃষক সংগঠনগুলি। ২৯ ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে চলছে কেন্দ্রীয় কৃষক ইউনিয়নের নেতারা।

শনিবার কৃষক ইউনিয়নগুলির পক্ষ থেকে এই মর্মে চিঠি দিয়েছে কেন্দ্রকে। যদিও আলোচনায় কেন্দ্রীয় তিন কৃষি আইন প্রত্যাহার প্রথম স্থানে থাকবে। সেইসঙ্গে আলোচনায় থাকবে বিদ্যুৎ বিল প্রত্যাহার সহ একাধিক বিষয়গুলি। এমনটাই জানানো হয়েছে কৃষকদের তরফে।

এর আগে রবিবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের যুগ্মসচীব বিবেক আগরওয়াল কৃষকদের বৈঠকের জন্য প্রস্তাব পাঠান। কেন্দ্রকে জবাব দিতে শনিবার দুপুর তিনটে নাগাদ বৈঠকে বসে আন্দোলনরত কৃষকরা। সেখানেই বৈঠকের কথা কৃষকদের তরফে জানানো হয়েছে। ২৯ তারিখ সকাল ১১ টা নাগাদ কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন কৃষকরা।

শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী আটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে কৃষকদের ২ হাজার টাকা করে প্রদান করেন প্রধানমন্ত্রী। সেখানে বিরোধী দলগুলিকে কটাক্ষ করে মন্তব্য করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ ঠিক তার পরের দিনেই কেন্দ্রের সঙ্গে বৈঠকে রাজি হলেন কৃষকরা।

কেন্দ্রকে পাঠানো চিঠিতে কৃষকরা জানিয়েছেন, যদি কেন্দ্র কৃষকদের সঙ্গে সম্মানের সঙ্গে বৈঠক করতে চায়, তাহলে আন্দোলনকে ঘিরে মন্তব্য ছড়ানো হচ্ছে?

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/some-people-in-delhi-try-to-teach-me-democracy-narendra-modi-on-rahul-gandhi/

আগামী দুই তিন বছর দেখার পর লাভ না হলে আইন বদলের কথা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
অন্যদিকে আন্দোলন আরও বৃহত্তর করতে রিলে অনশনে নেমেছেন কৃষকরা।

প্রত্যেকদিন ১১ জন কৃষকরা ২৪ ঘন্টা করে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন৷ আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়েছেন রাজনৈতিক দলগুলি।

সম্পর্কিত পোস্ট