অমিত শাহের তথ্য মিথ্যা দাবী রাজ্যের অর্থমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া তথ্য মিথ্যা। দাবী করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন্দ্রীয় সরকারের একাধিক তথ্য সামনে এনে দাবী করলেন মোদি-শাহের শাসনকালে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি হয়েছে। সেই জায়গায় দেশের অর্থনীতিকে রাজ্য অনেকটা এগিয়ে রেখেছে দাবী করেন তিনি।

 

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় সমস্ত ক্ষেত্র নিয়েই বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শিল্প থেকে কৃষি, সব ক্ষেত্রেই বাংলা পিছিয়ে পড়েছে বলে দাবি করেছিলেন তিনি। বারবার বলেছিলেন, ‘সোনার বাংলা’ গড়তে সুযোগ চায় বিজেপি। কিন্তু এই দিন, ট্যুইটারে নথি শেয়ার করে অমিত মিত্র প্রমাণ করার চেষ্টা করলেন, অমিত শাহ বা নরেন্দ্র মোদি যাই বলার চেষ্টা করুন, বাস্তবে চিত্রটা অন্য।

আরও পড়ুনঃ তৃণমূলকে একবারে উপড়ে ফেলতে হবে, দাঁতনের জনসভায় হুঁশিয়ারি শুভেন্দুর

রবিবার এবিষয়ে টুইট করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ২০১৯-২০২০ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধি ছিল ৪.১৮ শতাংশ। সেখানে পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধি ছিল ৭.২৬ শতাংশ। জাতীয় স্তরে শিল্প ক্ষেত্রের বৃদ্ধি যেখানে ০.৯২%, বাংলায় তা ৫.৭৯% হারে বেড়েছে। দেশে পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি যেখানে ৫.৫৫%, বাংলায় ৯.২৬% হারে পরিষেবা ক্ষেত্র বেড়েছে। জাতীয় স্তরে কৃষি ক্ষেত্রে বৃদ্ধি ৪.০৫%, আর বাংলায় কৃষি ক্ষেত্রে বৃদ্ধি ৪.৭৪%। বিভিন্ন ক্ষেত্রের যুক্তমূল্যের বৃদ্ধি জাতীয় স্তরে ৩.৮৯%, আর তা‍ৎপর্যপূর্ণভাবে বাংলায় ৭.৩৯%।

টুইট করে রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের তথ্যেই হাতেনাতে ধরা পড়ে গেলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে বাংলার বৃদ্ধি তরান্বিত হয়েছে তা পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবী করেন রাজ্যের মন্ত্রী।

সম্পর্কিত পোস্ট