ক্রিকেটে দুই ধরনের লোক থাকে, অরুণ জেটলির স্মৃতিচারণে অমিত শাহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বহু বিতর্কের মাঝেই সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে উন্মোচিত হল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মুর্তি উন্মোচিত হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গে ছিলেন অমিত শাহ পুত্র জয় শাহ। এদিন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মুর্তির উন্মোচিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এর আগে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বিজেপি নেতা অরুণ জেটলির মুর্তি উন্মোচনে দ্বিমত প্রকাশ করেন প্রাক্তন ভারতীয় অধিকায়ক বিষেণ সিং বেদী। তিনি জানিয়েছিলেন ক্রিকেটারদের বাদ দিয়ে কেন এক নেতার মুর্তি স্থাপন করা হবে? এমনকি তাঁর নামে স্ট্যান্ড তুলে না নিলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি।

এদিনের অনুষ্ঠান থেকে কার্যত তাঁকেই জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  তিনি বলেন, এক ধরনের লোক ক্রিকেট খেলেন আর এক ধরনের লোক ক্রিকেট খেলার পরিস্থিতি তৈরি করে দেন। তাঁদের অবদান কোনও অংশেই কম নয়। তাই আমরা অরুণ জেটলির মুর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট প্রশাসক হিসাবে অরুণ জেটলি ছিলেন আত্মবিশ্বাসী জানিয়েছেন অমিত শাহ। জেটলিজি অন্তরালে থাকলেও প্রতিটি প্রশ্নের জবাব দিতেন।

আরও পড়ুনঃ অমিত শাহের তথ্য মিথ্যা দাবী রাজ্যের অর্থমন্ত্রীর

অন্যদিকে রবিবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠকের পরেই সোমবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে একই মঞ্চে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সৌরভ জানিয়েছেন, রাজ্যপাল পদে আসার পদ থেকে একবারও ইডেন গার্ডেন্স দেখননি। তাই আগামী সপ্তাহে ইডেন গার্ডেন্স দেখার জন্য আর্জি জানানো হয়েছে।

সোমবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী টুইটারে জানান, জন্মবার্ষিকীতে আমার বন্ধুকে স্মরণ করতে চাই। দেশের প্রগতির জন্য তাঁর অক্লান্ত পরিশ্রমের কথা মানুষ মনে রাখবে।

সম্পর্কিত পোস্ট