জেএনইউ এর আঁচ কোচবিহারে , শহরের রাজপথে ধিক্কার মিছিল তৃণমূলের
জেএনইউতে হোস্টেলে ঢুকে ছাত্রীদের মারধরের প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরে এক ধিক্কার মিছিল সংগঠিত হয়।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার রাতে জেএনইউতে তান্ডব চালায় গেরুয়া বাহিনী। আক্রান্ত হন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ, অধ্যাপিকা সুচরিতা সেন সহ অনেকে।
জেএনইউ এর খবর প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে তীব্র নিন্দায় সরব হয়েছে সব মহল।
রবিবার রাতে টুইট বার্তায় ঘটনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জেএনইউ-র প্রতি সংহতি জানাতে দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল দিল্লি পৌঁছয় সোমবার। দীনেশ ছাড়াও ওই দলে রয়েছেন সাজদা আহমেদ, মানষ ভুঁইঞা এবং বিবেক গুপ্তা।
আরও পড়ুনঃ দীনেশ ত্রিবেদির নেতৃত্বে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল
যদিও তাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।
জেএনইউতে হোস্টেলে ঢুকে ছাত্রীদের মারধরের প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শহরে এক ধিক্কার মিছিল সংগঠিত হয়।
এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় ও যুব তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিষ্ণু বর্মন, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং সহ শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এই মিছিল কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে।