আইসিসির সেরা খেলোয়াড়ের তালিকায় ধোনি এবং কোহলি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আইসিসির সেরা দশক সেরা অধিনায়কের সম্মান পেলেন মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেট ফর্ম্যাটে দশকসেরা অধিনায়কের তকমা পেলেন মাহি। দশকের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। পেলেন স্যার ফারফিল্ড সোর্বাস পুরস্কার।
রবিবারেই দশকের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে আইসিসি। পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই ছিল ভারতীয়দের দাপট। ভারতীয়দের মধ্যে এই তালিকায় রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। এছাড়াও এই তালিকায় ছিলেন জো রুট, স্টিভ স্মিথ, এবি ডেভিলিয়ার্স, কেন উইলিয়ামসনের মতো তারকারা। টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যান হলেন স্টিভ স্মিথ। টি টোয়েন্টির সেরা ক্রিকেটার হলেন রাশিদ খান।
🏅 ICC @CricketWorldCup win in 2011
🏆 ICC Champions Trophy win in 2013
🎖️ Test series win in Australia in 2018Virat Kohli, the winner of the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade, talks about the last 10 glorious years of his career 🙌#ICCAwards pic.twitter.com/P9FSDgCkWJ
— ICC (@ICC) December 28, 2020
গত এক দশকে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সহ একাধিক সিরিজে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স দেখা মেলে বিরাটের ব্যাট থেকে। ২০১২ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে শতরান সহ একদশকে ১০ হাজারের বেশী রানসংখ্যা তাঁকে সেরার সেরা তকমা এনে দিয়েছে।
আরও পড়ুনঃ ক্রিকেটে দুই ধরনের লোক থাকে, অরুণ জেটলির স্মৃতিচারণে অমিত শাহ
এদিন আইসিসির দশক সেরা ক্রিকেটার হিসাবে স্যার গারফিল্ড সোবার্স সম্মানে ভুষিত হন বিরাট। একইসঙ্গে দশকের স্পিরিট অফ ক্রিকেটের শিরোপা পেলেন মহেন্দ্র সিং ধোনি।