শিবপুরে প্রাকশ্যে তৃণমূল নেতাকে গুলি করে খুন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন এক তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সামনে তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চলে। মৃতের নাম ধর্মেন্দ্র সিং। হাওড়া পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি ছিলেন তিনি। মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, শালিমার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন বছর ৪০ এর ধর্মেন্দ্র সিং। পিছনে ছিলেন এক যুবক। বোটানিক্যাল গার্ডেনের ৩ নম্বর গেটের সামনে উপস্থিত হতেই দুষ্কৃতীরা গুলি চালায়। প্রায় ৬ রাউন্ড চলে গুলি। ধর্মেন্দ্রর মাথায় গুলি বলে জানা যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মেন্দ্রর সঙ্গে থাকা যুবকের হাতে গুলি লেগেছে। হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ জনপ্লাবন প্রমাণ করল, মমতার সঙ্গেই আছে মানুষ

খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এলাকায় জনপ্রিয় নেতা ছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর ভালো কাজ সহ্য হচ্ছিল না। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে বিরোধীদের হাতে রয়েছে বলে দাবী করেন তিনি। এদিন ধর্মেন্দ্রর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

ধর্মেন্দ্রর খুনের খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। চারটি বাসে ভাঙচুর চালানোর পর ২ টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকি একটি আবাসনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমছে পুলিশ। কোনোরকম উত্তেজনা এড়াতে মোতায়েন করা হয়েছে র‍্যাফ।

সম্পর্কিত পোস্ট