পঞ্চাশ শতাংশ সমাধান, ফের ৪ জানুয়ারি বৈঠকে কৃষক এবং কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিন কৃষি আইনের বিরোধিতায় দীর্ঘ একমাস ধরে চলা দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনকে অব্যাহতি দিতেই বৈঠকে বসে কেন্দ্র এবং কেন্দ্রীয় কৃষক ইউনিয়নের নেতারা। বুধবার দুপুর ২ টো থেকে দিল্লির বিজ্ঞানভবনে টানা ৫ ঘন্টার বেশী সময় ধরে চলে বৈঠক। এদিন কৃষকদের সঙ্গে বৈঠক সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলে দাবী করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার।
তিনি বলেন, এদিন কৃষকদের সঙ্গে মূলত চারটি বিষয় নিয়ে কথা হয়েছে। যার মধ্যে দুটি বিষয় নিয়ে আলোচনায় কৃষক এবং সরকার একই সিদ্ধান্তে উপনিত হয়েছে। বাকি দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য ৪ জানুয়ারি দুপুর ২ টো থেকে ফের বৈঠকের আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানিয়েছেন, পরিবেশ অধ্যাদেশ সংক্রান্ত বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। এই অধ্যাদেশ ফিরিয়ে নিয়েছে সরকার এছাড়াও বিদ্যুৎ বিল নিয়ে কৃষকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল। কৃষকরা মনে করছিলেন নতুন বিদ্যুৎ বিল আসলে তাতে কৃষকদের ক্ষতি হবে। কৃষকরা আগে যে সহায়ক মূল্য পেতেন সেই সহায়ক মূল্য থেকে বঞ্চিত হবেন। কিন্তু কেন্দ্র এবিষয়ে নিশ্চিত করেছে আগের মতোই তাঁরা বিদ্যুতের ক্ষেত্রে সহায়ক মূল্য পাবেন। বিদ্যুৎ বিল প্রত্যাহার করেছে সরকার।
আরও পড়ুনঃ বুধবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চায় কেন্দ্র
একইসঙ্গে এদিনেও কৃষি আইনের প্রত্যাহারের বিষয়েও অনড়ে থেকেছেন কৃষকরা। সেইসঙ্গে নতুন করে আইন এনে নুন্যতম সহায়ক মূল্যের বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে কোনও সমাধানসূত্র বের হয়নি। তবে সরকারের তরফে বলা হয়েছে এমএসপি ছিল এবং থাকবে। এবিষয়ে লিখিত জমা দিতে রাজি রয়েছে সরকার। যদিও এই বিষয়ে কোনও সমাধান মেলেনি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল এবং রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ মিশ্র। কৃষকদের লাঙ্গার থেকে আনা খাবারের মধ্যাহ্ন ভোজন করেন নেতারা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, যেভাবে এদিনের বৈঠকে কথাবার্তা হয়েছে তাতে তিনি আশাবাদী খুব শীঘ্রই উভয়পক্ষ সমাধানে উপনিত হতে পারবেন।
Issues related to stubble burning & electricity were sorted in today’s meeting. 2 of our main issues still need to be resolved. We’ll discuss topics related to MSP & repealing of 3 Farm laws in the next meeting on 4th Jan: Rakesh Tikait, Spokesperson, Bhartiya Kisan Union (BKU) pic.twitter.com/NHV66H5BBe
— ANI (@ANI) December 30, 2020
কৃষক নেতারা জানিয়েছেন, কেন্দ্রের তরফে পরিবেশ বিষয়ে যে অধ্যাদেশ ছিল তা সরকার প্রত্যাহার করেছে। সেইসঙ্গে বিদ্যুৎ বিলও প্রত্যাহার করেছে সরকার। ফলে এদিনের বৈঠক ইতিবাচকপূর্ণ হয়েছে বলে দাবী করছেন কৃষক নেতারা। পাশপাশি তাঁরা আশাবাদী আগামী ৪ তারিখের বৈঠকে কেন্দ্র কৃষকের চার দাবী মেনে নেবে। তাই সেদিনের বৈঠকের দিকে তাকিয়ে বৃহস্পতিবারের ট্রাক্টর মিছিল স্থগিত করেছেন কৃষকরা। বরং চার তারিখের বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে তাকিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কৃষক সংগঠনের নেতারা।