১৫ জানুয়ারী পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, জলপাইগুড়িতে জানালেন আরিজ আফতাব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ১৫ জানুয়ারী ২০২১ এর মধ্যে পশ্চিমবঙ্গে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। জলপাইগুড়িতে একথা জানিয়ে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে এসেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সচিত্র ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ রিভিউ মিটিং করেন তিনি।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে সচিত্র ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার জেলাশাসক সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও নির্বাচনী আধিকারিকেরা। এদিন প্রায় চার ঘন্টা ধরে মিটিং চলে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/soumendu-who-is-on-the-doorstep-of-the-high-court-challenged-the-governments-decision/
মিটিং শেষে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব বলেন, “এখন ভোটার তালিকার সামারি রিভিশনের কাজ চলছে। আমরা আজ উত্তরবঙ্গের ৫ জেলার জেলাশাসক দের নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং সচিত্র ভোটার তালিকা সামারি রিভিশন সংক্রান্ত বিষয়ে মিটিং করলাম।”
আগামী ১৫ ই জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানান তিনি।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে, সামারি রিভিশনের মাঝে ভোটার তালিকা সংযোজন-বিয়োজন, নাম ঠিকানা পরিবর্তন, নামের সংশোধন সহ সব কাজ চলবে। সামারি রিভিশনের কাজের চূড়ান্ত প্রক্রিয়া চলবে ৫ জানুয়ারি পর্যন্ত
প্রসঙ্গত ,২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাঁরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এর জন্য তাঁদের পূরণ করতে হবে ছ’নম্বর ফর্ম । সাত নম্বর ফর্মে নাম বাতিলের আবেদন করা যাবে। আট নম্বর ফর্ম সংশোধনের জন্য । এবার অনলাইনেও আবেদন করা যাবে ছ’নম্বর ফর্ম।
পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পূর্ণ করার জন্য রাজ্যের ২৪ টি জেলার জেলাশাসকের সঙ্গে আগেই ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের শীর্ষ কর্তারা।