শুভেন্দুর সরণীতে সৌমেন্দু, বিজেপিতে যোগ দিয়ে কাঁথি থেকে ঘাসফুল উচ্ছেদের ডাক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নন্দীগ্রামের সোনাচুড়ার সভা থেকে নতুন বছরের শুরুতেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন আজই কাঁথির সভামঞ্চে বিজেপিতে যোগ দেবেন তাঁর ছোট ভাই সৌম্যেন্দু অধিকারী।

তিনি এও বলেছিলেন, এই সভাতেই কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ দেবেন তাঁর অনুগামী বেশ কয়েক জন কাউন্সিলর ও নেতা-কর্মী।

শুভেন্দু অধিকারীর দলবদলের পরেই তৃণমূলের তরফে অধিকারী পরিবারের অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। কি করবেন অধিকারী পরিবারের বাকি সদস্যরা? তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে দলের অন্দরে।

তবে অধিকারী পরিবারের সদস্যরা বারবারই বলেছেন তারা নেত্রীর সঙ্গে থাকবেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস তথা ২০২১ এর প্রথম দিনেই সৌমেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান কিন্তু অন্য কথা বলল।

বিজেপিতে যোগদানের পর বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন জনসমাবেশ দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর আক্রোশ থেকে বাদ যাচ্ছে না সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-ও।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/firoza-bibi-resigned-from-the-post-of-vice-chairperson-of-hda/

সম্প্রতি খড়দাতে একটি মিছিলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন এখনো রামনবমী এবং বাসন্তী পুজো বাকি রয়েছে। তিনি বলেন, তার নিজের বাড়িতেও পদ্ম ফোটাবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পদ্ম ফোটাবেন শুভেন্দু অধিকারী।

তাঁর এই মন্তব্যের পরই কাঁথি পৌরসভার পৌর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় ভাই সৌমেন্দু অধিকারীকে। যা নিয়ে ফের চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে।

অধিকারী পরিবার বনাম রাজ্য সরকারের তরজা হাইকোর্ট অবধি পৌঁছে যায়। সৌমেন্দুর পাশে দাঁড়িয়েছেন দিব্যেন্দু অধিকারি। ঘোষণা করেছেন, তিনিও যাবেন না পৌরসভায়। আর বছরের প্রথম দিনেই সৌমেন্দুকে নিজের দলে টেনে নিয়ে আরো একবার স্পষ্ট করলেন তিনি ভাইয়ের পাশেই রয়েছেন।

শুভেন্দুর রোষানল থেকে এদিন বাদ গেলেন না ফিরহাদ হাকিম এবং সৌগত রায়। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী মেদিনীপুরের আমজনতাকে নিশানা করে বললেন, “মেদিনীপুরের মাটিকে বিশ্বাসঘাতকের মাটি বলা হচ্ছে। আপনারা এর প্রতিবাদ করবেন তো?”

জনসমক্ষে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে কি ডিল হয়েছে তার জবাবও দেন শুভেন্দু। তিনি বলেন, “অনেকেই জানতে চাইছেন বিজেপির সঙ্গে কি ডিল হয়েছে আমার। তাদের জন্য বলছি বিজেপির সঙ্গে আমার ডিল হয়েছে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে। যারা টেট পাস করেছেন তাদের চাকরি হবে। পশ্চিমবঙ্গে সুশাসন হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন সকল পশ্চিমবঙ্গবাসী । এমনকি কেন্দ্র কৃষকদের জন্য যে প্রকল্প গ্রহণ করেছে তাতের লাভবান হবে কৃষকরাও।”

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-bjp-is-targeting-the-grassroots-for-vandalizing-the-party-office-on-the-day-of-its-establishment/

তবে শুভেন্দু এদিন তাঁর বক্তব্যে স্পষ্ট করে দেন, আগামীদিনে শাসকদলের সঙ্গে অধিকারী পরিবার থাকবে না। এছাড়াও শুভেন্দুর বাবা শিশির অধিকারীর গলাতেও অন্য সুরের আঁচ পাওয়া গিয়েছে।

উল্লেখ্য সৌম্যেন্দু এক দশকের বেশী সময় ধরে কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। মেয়াদ ফুরনোর পর তাঁকেই পুর প্রশাসক পদে বসিয়েছিল তৃণমূল।  কিন্তু বুধবার আচমকাই তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল।

সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সৌম্যেন্দু। বৃহস্পতিবার প্রাথমিক শুনানির পর মামলা গ্রহণ করতে রাজি হয়েছে উচ্চ আদালত।

শুক্রবার নন্দীগ্রামে একটি সভা ছিল শুভেন্দুর। সেই সভা থেকেই শুভেন্দু ঘোষণা করেন, সৌমেন্দু কাঁথির সভায় বিজেপিতে নাম লেখাচ্ছেন। কাঁথি থেকে তৃণমূলকে উচ্ছেদের ডাকও দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু।

তার পর শুক্রবার বিকেল চারটে নাগাদ কাঁথির মঞ্চে পৌঁছন সৌমেন্দু। তাঁর সাথে ১৫ জন কাউন্সিলার ও চার জন প্রাক্তন কাউন্সিলার বিজেপিতে যোগ দিতে ডরমেটরির মাঠে বিজেপির সভায় হাজির হন ।

সম্পর্কিত পোস্ট