মনীশ শুক্লা হত্যা কান্ডে চার্জশিট পেশ সিআইডির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি নেতা মনীশ শুক্লা হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার ব্যারাকপুর আদালতে চার্জশিট জমা দিল সিআইডি। চার্জশিটে ১০ জনের নাম রয়েছে। অভিযুক্তদের নাম, মোহাম্মদ খুররাম, শেখ যাদব, অমর যাদব, সুজিত কুমার রাই, রোশান কুমার যাদব, নাসির আলী মন্ডল, সোনু রায়,পবন রায়, রাজা রায়।
এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302,34,120b,212,201 ধারা ও অস্ত্র আইনে 25/27 ধারায় মামলা রুজু হয়েছে ।
সিআইডি সূত্রে জানা গেছে , মনীশ শুক্লা হত্যাকাণ্ডে শাসক দলের স্থানীয় নেতৃত্ব, যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের সরাসরি ভাবে চার্জশিটে নাম না থাকলেও সন্দেহভাজনের তালিকা থেকে এখনই বাদ যাচ্ছেন না তারা। আপাতত ভাবে তদন্ত চলবে। পরবর্তীকালে আরো একটি চার্জশিট জমা দেওয়া হবে।
উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার টিটাগড়ে ২০২০ সালের ৪ অক্টোবর ভরসন্ধ্যায় বিজেপির পার্টি অফিসের সামনে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হন বিজেপি নেতা মনিশ শুক্লা। দুষ্কৃতীদের ছোঁড়া মোট চারটে গুলি লাগে মনীশ শুক্লার।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shuvenduadhikaris-brothers-soumendu-adhiakri-joins-bjp/
সংকটজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বি এন বোস হাসপাতাল পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মনীশ শুক্লার।
মনীশ শুক্লা আগে তৃণমূল কংগ্রেস করতেন। লোকসভা নির্বাচনের পর তিনি বিজেপিতে যোগদান করেন। মনীশ শুক্লা রেলওয়ে বোর্ডের ব্যারাকপুর নাগরিক স্বাচ্ছন্দ্য দেখভালের দায়িত্বে ছিলেন।
২০২০ সাল থেকে টানা দু’বছর জন্য ডিভিশনাল ইউজারস কনসালটেটিভ কমিটির সদস্য নির্বাচিত হন। টিটাগড় থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে শুট আউটের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে টিটাগড়।
বিজেপি কাউন্সিলর মনীশ শুক্লর মৃত্যুর ঘটনায় অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) ও রাজ্য পুলিশের ডিজিকে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মনীশের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য়। মুখ্যমন্ত্রী খুনের রাজনীতি করছেন বলে ক্ষোভ উগরে দেন বিরোধীরা।
বিজেপির দাবি, নিরপেক্ষ তদন্ত করে দ্রুত মনীশের খুনীকে শাস্তি দেওয়া হোক।