“পাগলকে পাগল বলব না তো কী বলব? ক্নাস টু থ্রি পাশকে কী বলব?” – দিলীপ ঘোষকে কটাক্ষ খাদ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  দিলীপ ঘোষ বনাম জ্যোতিপ্রিয় মল্লিকের বাক যুদ্ধে একে অপরকে আক্রমণের ঘটনা সর্বজনবিদিত। শুধু এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব কেন, তালিকায় অনেকেই রয়েছেন। ভোটের আগে সেই বাকযুদ্ধ যেন চরমে পৌঁছে গিয়েছে।

মানহানির মামলাতেও ক্ষমা চাইতে অনড় জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় দলীয় কর্মসূচির পরে খাদ্যমন্ত্রী বললেন, ‘আদালতে দাঁড়িয়েও বলব, দিলীপ ঘোষ পাগল, টু থ্রি পাশ।’

গত নভেম্বর মাসে বারাসাতে দলীয় সমাবেশে যোগ দিতে এসে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্য বিজেপি দিলীপ ঘোষ সম্পর্কে নানা রকম কু-মন্তব্য করেছিলেন।

এরপরই দিলীপ ঘোষ নগর দায়রা আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তপাগলকে পাগল বলব না তো কী বলব? ক্নাস টু থ্রি পাশকে কী বলব? রে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘বিচারপতি ডাকলে আমি নিশ্চয়ই যাব। আদালতে দাঁড়িয়েও তা বলব।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/cid-files-chargesheet-in-manish-shukla-murder-case/

জ্যোতিপ্রিয় মল্লিকের আরও সংযোজন, ‘যে রকম তারিখে ভোট হবে বলে শোনা যাচ্ছে, সেটা যদি হয়, তাহলে ১৩ মে ভোট গণনা হবে। ১৪ মে বিজেপির মৃত্যু দিন। কারণ ওই দিন থেকে রাজ্যে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না।’

এদিন হাবড়ার কলতান অনুষ্ঠান প্রেক্ষাগৃহের সামনে দলীয় কর্মীদের সঙ্গে খাদ্যমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সেখানে দলের আগামী কর্মসূচি নিয়ে বৈঠকও করেন। তবে ওই বৈঠকে দলের বেশিরভাগ কাউন্সিলরকে দেখা যায়নি। যা নিয়ে আবার নতুন করে জল্পনা তৈরী হয়েছে।

সম্পর্কিত পোস্ট