মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল পাকিস্তান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুম্বই হামলার অন্যতম মুল চক্রী জাকির রহমান লকভিকে গ্রেফতার করল লাহৌর পুলিশ। সংবাদ সূত্রের খবর, জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দিত জাকির রহমান লাকভি। তার বিরুদ্ধে লাহৌর থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও গ্রেফতার স্থান সম্পর্কে কিছু জানানো হয়নি। শনিবার লস্কর-ই-তৈবার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
২৬/১১ হামলার মূল চক্রীকে লাকভিকে আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত করে রাষ্ট্রপুঞ্জ। মুম্বই হামলায় বড় ভুমিকা ছিল লাকভির। লস্কর-ই-তইবার অপারেশন কম্যান্ডরকে বহুদিন আগেই গ্রেফতার করেছিল পাক প্রশাসন। ছয় বছর ধরে জেলে থাকার পর ২০১৫ সালে জামিন পায় সে।
আরও পড়ুনঃ ইয়েমেনের নতুন সরকারের আসার পরেই ভয়াবহ বিস্ফোরণ
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ের একাধিক জায়গায় হামলা চালায় লস্কর-ই-তইবার। ঘটনায় প্রাণ হারান ১৬৬ জন। আহত হয়েছেন ৩০০ জনের অধিক মানুষ।
এই মুহুর্তে সন্ত্রাসে আর্থিক মদত দান ও বিভিন্ন আর্থিক দুর্নীতির কারণে এফএটিএফের ধুসর তালিকায় রয়েছে পাকিস্তান। সংস্থার তৈরি এখনও বেশ কিছু অ্যাকশন প্ল্যান মেনে চলতে পারেনি পাক প্রশাসন। সেই দিকেই নজর দিতে গিয়ে লাকভিকে গ্রেফতার করল তাঁরা।