রাজনৈতিক হিংসায় মৃত পরিবারের পাশে দাঁড়াল সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মীর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হালিশহরের সৈকত ভাওয়ালের মৃত্যু হয়েছে কিছুদিন আগে।
বিজেপির ‘গৃহ সম্পর্ক অভিযান’ কর্মসূচিতে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান তিনি। বুধবার নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক সৈকতের স্ত্রী নবনীতার সঙ্গে দেখা করেন। তাঁকে রাজ্য সরকারের দমকল বিভাগে চাকরির প্রতিশ্রুতি দেন পার্থ।
তিনি বলেন, ‘নবনীতার পরিবার অনেকদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দমকলমন্ত্রী সুজিত বসু নবনীতাকে ক্লার্ক পদে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।’
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mumbai-attack-master-mind-arrested-from-pakistan/
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলছেন, পার্থ ভৌমিক নাটকবাজ। তাঁর অভিযোগ, রাজ্যে লক্ষ লক্ষ বেকার রয়েছে, অনেকে চাকরির জন্য অনশন করছে, আর মুখ্যমন্ত্রী খালি চাকরির প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।
এদিকে জানা গিয়েছ মৃত সৈকতের বাড়ির লোক এখনও তৃণমূলের ওপর ক্ষুব্ধ। বিশেষ করে সৈকতের মা। তিনি বলছেন, ‘যারা আমাদের ছেলেকে খুন করল, তাদের চাকরি দরকার নেই।’