পশ্চিমবঙ্গে ওয়েইসি, দেখা করলেন আব্বাস সিদ্দিকির সঙ্গে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিহার নির্বাচনের পরেই বাংলা নির্বাচনের দিকে নজর ছিল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি। বাংলায় এতদিন ধরে তারই রূপরেখা ঠিক করছিলেন মিমের প্রতিনিধিরা। রবিবার পশ্চিমবঙ্গে উপস্থিত হলেন মিম প্রধান। দেখা করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে।
নির্বাচনের প্রাক মুহুর্তে আসাদউদ্দিনের কলকাতা সফর এবং পীরজাদা আব্বাস সিদ্দিকির ফুরফুরা সরিফের বাড়িতে বৈঠক জোটের নতুন জল্পনা শুরু করেছে। তবে কি একুশের নির্বাচনের আগে বাংলায় বৃহত্তর মহাজোটের প্রচেষ্টা করছেন দুই পক্ষ? নির্বাচনের আগে এই বৈঠক ভীষণ তাৎপর্যপূর্ণ।
এর আগে একাধিক সভা করে নির্বাচনে লড়াইয়ের কথা জানিয়েছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। মূলত রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই লড়তে চাইছেন তাঁরা। রবিবার বিমানবন্দর থেকে সরাসরি ফুরফুরা শরিফে গিয়ে দেখা করেন ওয়েইসি। যদিও এই বৈঠককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
এর আগে একাধিকবার মিমকে বিজেপির ‘বি টিম’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কারোর টাকা নিয়ে কাজ নিয়ে কাজ করি না পাল্টা জবাব দেন আসাদউদ্দিন ওয়েইসি।
শুধুমাত্র মুর্শিদাবাদ, মালদহ নয়, রাজ্যের একাধিক আসনে লড়তে চলেছে মিম। মূলত রাজ্যের ১৩৭ টি সংখ্যালঘু অধ্যুষিত আসন পাওয়াই তাঁদের মূল লক্ষ্য। তবে আব্বাস মিমে যোগ দেবেন নাকি সেই জল্পনা তৈরি হয়।
এদিন সাংবাদিক বৈঠক করে আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, আব্বাস সিদ্দিকির পাশে থাকবে মিম, তাঁর নেতৃত্বে কাজ করবেন। এমনকি আবাস সিদ্দিকির নেওয়া সিদ্ধান্তকে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন তিনি।