দলের সমস্যা মেটাতে জলপাইগুড়িতে ওমপ্রকাশ মিশ্র, থাকবেন নির্বাচন পর্যন্ত
কুশল দাশগুপ্ত, জলপাইগুড়িঃ শনিবার জলপাইগুড়িতে গৌতম দেবের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের বিশেষ পর্যবেক্ষক ওমপ্রকাশ মিশ্র।
বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকী। তাই জেলায় জেলায় দলকে সাংগঠনিক দিক থেকে চাঙ্গা করতে ময়দানে নেমে পড়েছে শাসকদল। একইসঙ্গে দিকে দিকে শাসকদলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে তা প্রশমিত করতেও মরিয়া তৃণমূল।
নির্বাচনের আগে তাই দলের বিভিন্ন সমস্যা মেটাতে দলের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে থাকা ওমপ্রকাশ মিশ্রকে পাঠানো হয়েছে জলপাইগুড়ি জেলায়। তৃণমূল সূত্রে খবর, ওমপ্রকাশ মিশ্র বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত জলপাইগুড়ি জেলাতেই থাকবেন।
জলপাইগুড়ি পৌঁছেই তিনি দলের কাজে নেমে পড়েছেন। ইতিমধ্যেই দলের বিভিন্ন কর্মীদের নিয়ে তিনি একান্তে বৈঠক করেছেন। একইসঙ্গে প্রকাশ্য সভা থেকে কর্মীদের কড়া ভাষায় সতর্কবার্তাও দিচ্ছেন তিনি।
দলীয় কর্মসূচীর মাঝেই পর্যটনমন্ত্রী গৌতম দেবের সঙ্গে ওমপ্রকাশ মিশ্রের বৈঠক রাজনৈতিক মহলের মতে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠক শেষে ওমপ্রকাশ মিশ্র সাংবাদিকদের বলেন, “নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে সমস্যা মেটানোর চেষ্টা করছি। বেশকিছু পরিকল্পনা নিয়ে এখানে এসেছি। আমি সকলকে আমার বক্তব্য বলেছি এবং কর্মীদের বলেছি ২৪ ঘন্টার মধ্যে পক্ষে বা বিপক্ষে তাদের মতামত জানাতে।”
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/there-will-be-a-constitutional-crisis-in-the-state-by-march-26-28-mlas-are-coming-to-bjp-claims-arjun/
অন্যদিকে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, “ওমপ্রকাশের সঙ্গে বৈঠক হয়েছে সাংগঠনিক বিষয় নিয়ে। আমি খুব বেশি সময় দিতে পারছি না দলকে।দল ওমপ্রকাশ মিশ্রকে পাঠিয়েছে এতে ভালই হবে দলের।”
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ পর্যদস্তু হয়েছে ঘাসফুল শিবির। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে এই বিষয়ে উষ্মা প্রকাশ করেছে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরবঙ্গ সফর শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উত্তরবঙ্গ পুনরুদ্ধারে সবরকম ভাবে চেষ্টা করবে।
ওয়াকিবহল মহলের মতে, ওমপ্রকাশ মিশ্রের সফর হয়ত প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতের বাস্তব প্রতিফলন। বাকি চিত্র পরিস্কার হবে সময় এলেই।