কয়েকদিনে উধাও হতে চলেছে শীত, উত্তর ও দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী কয়েকদিনে উধাও হতে চলেছে শীত, উত্তর ও দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা।  রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বাড়ছে দিনের তাপমাত্রা। সকালে কিংবা রাতে শীতের কনকনানি মালুম হলেও বেলা বাড়ার সঙ্গে কমছে শীতের আমেজ।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় এরকমই থাকবে আবহাওয়ার গতিবিধি। রবিবার থেকেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শীতের রণে ভঙ্গ দিয়ে আগামী সপ্তাহ থেকে কমবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে।

ডিসেম্বরের শেষের কয়েকদিন ভালই ঠান্ডা পড়েছে রাজ্যে। জঙ্গলমহলের জেলাগুলিতে রীতিমত শৈত্যপ্রবাহের পরিস্থিতি। কলকাতাতেও ঠান্ডা চাগিয়েই খেলেছে। তবে যা ইঙ্গিত তাতে এবার হয়তো ধীরে ধীরে মুখ ফেরাবে শীত। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে।

এ দিন ওড়িশার দু-একটি জায়গায় ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে দেখা গিয়েছে। বিহারের দু-একটি জায়গায় ছিল মধ্যমমানের কুয়াশা। অন্যদিকে, খুব হাল্কা বৃষ্টি হয়েছে আন্দামানে। এছাড়া আবহাওয়া মোটামুটি শুকনোই রয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tourists-are-coming-to-the-state-every-month-traders-will-benefit-tmc-mock-bjp/

এদিন বিহার ও ঝাড়খণ্ডের কোনও কোনও জায়গায় ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ন্যূনতম তাপমাত্রা এদিন স্বাভাবিকের থেকেও কম ছিল। স্বাভাবিকের থেকে বেশি ছিল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায়।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিন সব থেকে কম তাপমাত্রা ছিল কৃষ্ণনগরে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত।

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী ৪৮ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে।

আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী দুইদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-left-congress-is-entering-the-fray-in-the-midst-of-the-trinamool-bjps-struggle/

এদিন সকালে কলকাতায় হাল্কা কুয়াশা থাকলেও দিনভর আকাশ পরিষ্কার ছিল। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯৮ শতাংশ।

পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে হঠা‍ৎই উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু হয়েছে।

জম্মু ও কাশ্মীর-সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবারের মধ্যে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা হরিয়ানা, চণ্ডীগড়েও।

সম্পর্কিত পোস্ট