অনন্য নজির, হাসপাতালে গিয়ে রোগীর পরিবারের হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিলেন অশনী মুখোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ‘সবার জন্য স্বাস্থ্যসাথী’ এই প্রকল্প কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন ও শঙ্কা ছিল প্রথম থেকেই। একইসঙ্গে শঙ্কা ছিল এর প্রয়োগ কতটা সঠিকভাবে করা সম্ভব হবে। তবে স্বাস্থ্যসাথী কার্ড যে সর্বসাধারণের কাজে লাগছে তা বারাসাতের দুটি ঘটনা প্রমান করে দিল।
স্বাস্থ্যসাথী কার্ডের সুফল পেল দুর্ঘটনাগ্রস্ত বারাসাতের একটি পরিবার। দুদিন আগে বারাসাতের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ২২ বছরের এক যুবক বারাসাত ব্যারাকপুর রোডে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়।
এরপরে ওই যুবককে বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবার। গত দু’দিনের মধ্যে একবার অস্ত্রোপচারও করতে হয়। বাড়তে থাকে নার্সিংহোমে বিলের পরিমান।
কার্যত অসহায় অবস্থায় আহত যুবকের পরিবার যোগাযোগ করে বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অশনি মুখার্জির সঙ্গে। অশনি মুখার্জিকে তারা নিজেদের অসহায়তার কথা জানান।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/abhishek-banerjee-5-day-tour-of-north-bengalsiliguri-in-sight-today/
একইসঙ্গে তারা জানান, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়ার জন্য ফর্ম ফিলাপ করে জমা দিয়েছেন। সেই সূত্র ধরেই অশনি মুখার্জি তড়িঘড়ি জরুরী তৎপরতায় পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন।
আজ আবারও দুর্ঘটনাগ্রস্ত ওই যুবকের অস্ত্রোপচার হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন যুবকের বাবা-মা। আজ থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় ছেলের চিকিৎসা হবে, আনন্দিত যুবকের বাবা-মা। ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং অশনি মুখার্জিকে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বারাসাত নবপল্লীর এক নার্সিংহোমে ব্রেনস্ট্রোকের রোগীর চিকিৎসা নিয়ে যাবতীয় বিভ্রাটের আশঙ্কা দূর করে স্বাস্থ্যসাথী কার্ডের সফল প্রয়োগ।
বারাসাত নবপল্লীর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঁচাত্তরের রঞ্জিত ঘোষের ব্রেন স্ট্রোকের পর নবপল্লির নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার প্রয়োজনীয় অর্থ না থাকায় পরিবারের কপালে চিন্তার ভাঁজ দেখা দেখা দেয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-attack-bjp-leader-shuvendu-adhikari/
স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড চিকিৎসাধীন রোগীর কাছে পৌঁছাতেই নড়েচড়ে বসে নার্সিংহোম। তখন আর চিকিৎসার বিষয়ে কোনোরকম দ্বিধাদ্বন্দ দেখায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। নার্সিংহোমের পক্ষে আর সম্ভব হয়নি স্বাস্থ্য সাথীর উপযোগী দিক অস্বীকার করা ।
তবে আগামী দিনে সময়ই বলবে রোগী স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কতটা সুষ্ঠ চিকিৎসা পেয়ে উপকৃত হচ্ছেন।