নির্বাচনের আগে ‘স্বাস্থ্যসাথী’র পর ‘চোখের আলো’…

দ্য কোয়ারি ওয়েবেডস্কঃ বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য সাথীর পর ফের জনতার স্বাস্থ্যের কথা মাথায় রেখে নয়া প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে রাজ্যের পঞ্চায়েত ও পুরসভা এলাকায় চালু হবে নতুন প্রকল্প ‘চোখের আলো’।

সোমবার নবান্নের সভাঘর থেকে এই নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছর ধরে রাজ্য জুড়ে সম্পূর্ণ বিনামূল্যে ২০ লক্ষ বৃদ্ধ-বৃদ্ধার ছানি অপারেশন করা হবে। তাঁদের মধ্যে আট লক্ষের বেশি মানুষকে বিনামূল্যে চশমাও দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাবে স্কুলের ছাত্রছাত্রীরাও।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/chief-minister-mamata-banerjee-is-not-going-to-gangasagar-mela/

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ‘শুধু বৃদ্ধ-বৃদ্ধারা নন, চোখের আলো প্রকল্পের সুবিধা পাবে স্কুলের ছাত্রছাত্রীরা। প্রতিটি সরকারি স্কুলে গিয়ে পড়ুয়াদের চোখের চেক আপ করা হবে। প্রয়োজনে তাদের বিনামূল্যে চশমাও দেওয়া হবে। চোখের পরীক্ষা হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও। সেখানে যে সব শিশুরা যায় তাদের চোখের চেকআপ, প্রয়োজনে চিকিৎসাও করা হবে।’

মঙ্গলবার থেকে রাজ্যর ১২০০ পঞ্চায়েত ও বেশকিছু পুরসভায় এই প্রকল্প চালু হচ্ছে। পরে তা গোটা রাজ্যেই চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বহু চক্ষু বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীদের এই প্রকল্পে নথিভুক্ত করা হবে, যাঁরা সাধারণ মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি এদিন উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতেও জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার মেডিক্যাল কলেজে ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন করে তিনি বলেন, ‘কলকাতায় প্রথম ট্রমা কেয়ার সেন্টার চালু হয়েছিল। এবার উত্তরবঙ্গেও তা চালু হল। যাতে উত্তরবঙ্গেই চিকিৎসার সুযোগ পান সেখানকার বাসিন্দারা।’

সম্পর্কিত পোস্ট