করোনাকালে চার রাজ্যে নতুন করে বার্ড ফ্লু আতঙ্ক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কে রয়েছে গোটা দেশ। এরই মধ্যে দেশবাসীর জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো বার্ড ফ্লু। রাজস্থানের পর কেরালা, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে এই রোগ।
কিছুদিন আগেই রাজস্থানে কাক এবং ময়ূর মারা যাওয়ার খবর মিলছিল। এখন চার রাজ্যে শয়ে শয়ে পাখির মৃত্যু প্রশাসনকে ভাবাচ্ছে।
প্রসঙ্গত, এইচফাইভএনওয়ান ভাইরাস বাহিত এক প্রকারের ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু। পাখিদের শরীর থেকে এই অসুখ ছড়িয়ে পড়তে পারে মানুষের মধ্যেও। যার ফলে অনেকের মৃত্যু অবধি হতে পারে। যদিও অতিরিক্ত সতর্কতা থাকলে এই রোগ এড়ানো যেতে পারে।
ইতিমধ্যেই হিমাচল প্রদেশের পং ড্যাম লেকে নতুন বার্ড ফ্লু ধরা পড়েছে। প্রায় ১৮০০ পাখির এই রোগে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোর, খোরগান, সেহোর সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে এই রোগ। কেরলের কোট্টায়াম, আলাপ্পুঝা, কারুভাট্টা সহ একাধিক জেলায় ধরা পড়েছে এই রোগ। কেরলে ৪০ হাজার হাঁস এবং মুরগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে একাধিক জায়গায় জোর নজরদারি রাখা হয়েছে। হরিয়ানার বারওয়ালায় গত কয়েক দিনে প্রায় এক লক্ষ পাখির মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে ‘নিয়ন্ত্রিত জরুরী প্রয়োগ’ এর জন্য ছাড়পত্র দিল ডিসিজিআই
অরণ্য এবং বন্যপ্রাণী সংরক্ষক প্রধান অর্চনা শর্মা জানিয়েছেন, মৃতদের পাখিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল বারেলির আইভিআরআইতে। সেখানেই ওই মৃত পাখিদের শরীরে বার্ড ফ্লুয়ের দেখা মেলে। জাতীয় প্রাণী নিরাপত্তা কেন্দ্র বা এনআইএইচএসএডির রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা। এছাড়াও জলন্ধরের একটি ল্যাবোরেটরিতে এই রোগ ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি। ]
বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে, আক্রান্ত বেশিরভাগই পরিযায়ী পাখি। মূলত এই সময় মধ্য এশিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া সহ একাধিক দেশ থেকে এই সময় ভারতে আসে। এছাড়াও ৮ থেকে ৯ প্রজাতির পাখির মৃত্যু হয়েছে। গত বছর প্রায় এক লক্ষ পাখির সংগ্রহ করা হয়েছিল পখিরালয়ে। এখন তা কমে ৫০ হাজারে দাঁড়িয়েছে। নিয়ম মেনেই মৃত পাখি গুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।