দশ দিনের মধ্যেই শুরু হবে কোভিডের টিকাকরণ, জানালো কেন্দ্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে করোনার ভ্যাকসিন। ড্রাই রানের তৈরি রিপোর্টের অপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগামী দশ দিনের মধ্যে দেশজুড়ে ‘জরুরী ভিত্তিতে’ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রবিবার অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোল। এর মধ্যেই এই সিদ্ধান্ত দেওয়া হল কেন্দ্রের তরফে। অর্থাৎ কোভ্যাকসিন যারা নেবেন তাঁদের ওপরেই চলবে ট্রায়াল। প্রথমে ফ্রান্টলাইন স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ হবে তা আগেই জানানো হয়েছে।

 

দেশের মধ্যে ৪ জায়গায় ভ্যাকসিন মজুত কেন্দ্র তৈরি করা হবে। ভ্যাকসিন মজুত কেন্দ্রও তৈরি করা হবে কলকাতাতেও। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। সমস্ত ভ্যাকসিন ঠিকঠাক কাজ করছে বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/covaccine-and-covishield-get-emergency-approval/

সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন, এই মুহুর্তে তাঁদের কাছে প্রায় ৫০ মিলিয়নের অধিক ডোজ মজুত রয়েছে।

ইতিমধ্যেই করোনা ভাইরাসের প্রতিরোধে অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকে ‘নিয়ন্ত্রিত জরুরী প্রয়োগ’ এর জন্য ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া। স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে নিয়ন্ত্রিত জরুরী ব্যবহারের জন্য এই টিকাকে ছাড়পত্র সুপারিশ করা হয়।

অন্যদিকে, ভারতে করোনার নতুন স্ট্রেনের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারই মধ্যে সরকারের ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত সুরাহা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত পোস্ট