বিধানসভায় শতাধিক আসনে লড়াইয়ের সিদ্ধান্ত শিবসেনার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলির মহড়া থেকে স্পষ্ট বাংলায় নির্বাচনে ঢাকে পড়ে গিয়েছে। নতুন করে জোটের সমীকরণ বদলে দিচ্ছে ভোটের অঙ্ক।

এরই মধ্যে বাংলায় ১০০ এর বেশী আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিল শিবসেনা। এমনকি দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে আসবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজে। এমনটাই সূত্রের খবর।

রবিবার পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। রাজনৈতিক মহলের ধারণা, বাংলায় সিদ্দিকি এবং ওয়েইসি জোটের ফলে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে চলেছে তাঁরা।

কিন্তু শিবসেনার ১০০ টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের হিন্দু ভোটে ভাগ বসাতে চলেছে শিবসেনা।

শিবসেনা সূত্রের খবর, প্রাথমিকভাবে স্থির করা হয়েছে হুগলী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের ১০০ টি আসনে প্রার্থী দিতে চলেছেন তাঁরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mamata-banerjees-nanadigram-rally-will-be-on-18-january/

নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় আসতে চলেছেন দলের সাধারণ সম্পাদক অনীল দেশাই। ওই বৈঠকের চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিবসেনা সূত্রের খবর।

২০১৯ এর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পরেই ভেঙে যায় শিবসেনা-বিজেপি জোট। এই বিবাদের মাঝেই শিবসেনা এবং এনসিপির সঙ্গে নতুন সরকারের জোটের সঙ্গী হয় কংগ্রেস।

মুখ্যমন্ত্রী পদে আসেন উদ্ধভ ঠাকরে। এরপর বিজেপি সরকারের একাধিক পদক্ষেপ নিয়ে মন্তব্য করতে দেখা যায় শিবসেনার নেতৃত্বকে। এনডিএ শিবিরের দৃঢ় জোট এখন কার্যত তিক্ততায় পরিণত হয়েছে।

ঠিক এই সময় যখন পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে নির্বাচনী প্রচারে জোর দিয়েছে বিজেপি, ঠিক তখনই পশ্চিমবঙ্গের মাটিতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করছে শিবসেনা।

সম্পর্কিত পোস্ট