ন্যায্য ভাড়ার দাবিতে আন্দোলনে শামিল নর্থ বেঙ্গল ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ন্যায্য ভাড়ার দাবিতে গত ৪ দিন ধরে আন্দোলনে শামিল নর্থ বেঙ্গল ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন।
ওই সংগঠনের তরফে গত শনিবার থেকে এনজেপি ইন্ডিয়ান অয়েলের গেটের সামনে লাগাতার অবস্থান – বিক্ষোভ কর্মসুচি চালিয়ে যাচ্ছেন নর্থ বেঙ্গল ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশন। বিক্ষোভের পাশাপাশি জরুরি ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন তারা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/businesses-across-the-sidewalk-business-associations-on-special-campaigns-to-avoid-traffic-jams/
সংগঠনের তরফে প্রসেনজিৎ রায় জানান, ২০১৪ সাল থেকে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ তাদের ধার্য করা যে ভাড়া প্রদান করতো, ২০২১ সাল থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে তার থেকেও কম মুল্য দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে। এরফলে বিপাকে পড়েছেন ট্যাংকার মালিক ও চালকেরা।
তিনি জানান,ভাড়া বৃদ্ধি না হলেও পুরোনো ভাড়াই বহাল রাখা হোক। তাদের দাবী না মেনে নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
(শিলিগুড়ি থেকে কুশল দাশগুপ্তের রিপোর্ট)