আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে কো-ভ্যাক্সিন, কীভাবে পাবেন করোনার টিকা?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে টিকাকরণের প্রক্রিয়া। তারই প্রস্তুতি তুঙ্গে। দেশের প্রত্যেকটি মানুষ এই টিকাকরণে কিভাবে অংশ নেবেন তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই

প্রথমত জেনে নেওয়া দরকার, শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৩ই জানুয়ারি থেকে টিকাকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে।

প্রথমে কারা পাবেন করোনার টিকা?

প্রথমে কারা টিকা পাবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। টিকাকরণের প্রথম পর্যায় ৩০ কোটি মানুষের নাম রয়েছে। তারা স্বাস্থ্যকর্মী এবং করোনা যোদ্ধা।

এরপরই রয়েছে পঞ্চাশোর্ধ ব্যক্তিরা। তারপর রয়েছেন ৫০ বছরের কম বয়সী মহিলা ও পুরুষ যাদের কো-মর্বিডিটি রয়েছে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শমতো টিকা প্রদান করা হবে।

নাম নথিভুক্তকরণের পদ্ধতিঃ

স্বাস্থ্যকর্মী এবং করোনা যোদ্ধাদের টিকা নেওয়ার জন্য কোন রেজিস্ট্রেশন লাগবে না। কিন্তু সাধারণ মানুষের টিকা নিতে গেলে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সুনির্দিষ্ট পোর্টালে নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উক্ত মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে। ওই মোবাইল নম্বরে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে কখন-কোথায়-কিভাবে টিকা প্রদান করা হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/siliguri-cricket-lovers-welfare-organization-demands-international-standard-stadium-in-siliguri/

প্রয়োজনীয় নথিঃ

এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড,  ড্রাইভিং লাইসেন্স, জব কার্ড, পেনশন সংক্রান্ত নোটিশ বা পাসপোর্ট যেকোনো সরকারি পরিচয় পত্রের একটি দাখিল করতে হবে।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর অধীনে স্বাস্থ্যবীমার স্মার্ট কার্ড, বিধায়ক, সাংসদ বা বিধান পরিষদের সদস্যদের সরকারি পরিচয়পত্র দিতে হবে। তবে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক করোনা যোদ্ধাদের ক্ষেত্রে নাম নথিভুক্তকরণের বা কোন নির্দিষ্ট নথির প্রয়োজন নেই। কারণ তাদের তথ্য কেন্দ্রের কাছে আগেই নথিভুক্ত করা রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোল। এর মধ্যেই কেন্দ্রের তরফে সিদ্ধান্ত দেশজুড়ে আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে করোনার ভ্যাকসিন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/in-bengal-the-main-opponent-of-the-left-is-the-bjp-says-all-india-general-secretary-of-cpi-ml-liberation-dipankar-bhattacherjee/

অর্থাৎ কোভ্যাকসিন যারা নেবেন তাঁদের ওপরেই চলবে ট্রায়াল। প্রথমে ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ হবে তা আগেই জানানো হয়েছে।

আগেই জানানো হয়েছে দেশের মধ্যে ৪ জায়গায় ভ্যাকসিন মজুত কেন্দ্র তৈরি করা হবে। ভ্যাকসিন মজুত কেন্দ্র তৈরি করা হবে কলকাতাতেও।

এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। সমস্ত ভ্যাকসিন ঠিকঠাক কাজ করছে বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

সম্পর্কিত পোস্ট