ভার্চুয়াল কলকাতা চলচ্চিত্র উৎ‍সবে থাকবেন শাহরুখ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে এবছর সঠিক সময়ে কলকাতা চলচ্চিত্র উৎথসব করা যায়নি। তবে দেরীতে হলেও হচ্ছে আর্ন্তজাতিক কলকাতা চলচ্চিত্র উৎছসবের ঘণ্টা বেজে গেল। প্রতি বছরই চলচ্চিত্র উত্সাব নিয়ে সিনে প্রেমীদের উত্সা হের অন্ত থাকে না।

সিনেপ্রেমীদের আগ্রহের কথা মাথায় রেখেই ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সতব হবে ভার্চুয়ালই। তবে, এবারও কলকাতা চলচ্চিত্র উত্সাবের উদ্বোধন করবেন শাহরুখ খান।

মঙ্গলবার ট্যুইট করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের ন্যায় চলতি বছরও ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সববের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

তবে, ৮ জানুয়ারি নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি ভার্চুয়ালি হলেও সেখানে উপস্থিত থাকবেন কিং খান।

এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘সকলে একসঙ্গে এই অতিমারি আমরা কাটিয়ে উঠব। কিন্তু শো মাস্ট গো অন। আমরা খুব ছোট করে কেআইএফএফ ২০২১ শুরু করছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার ভাই শাহরুখ খান ভার্চুয়ালি আমাদের সঙ্গে থাকবেন। ৮ জানুয়ারি বিকেল চারটেয় উদ্বোধনী অনুষ্ঠান। দেখুন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লাইভ।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/farmers-tractor-rally-against-farm-laws/

আগামী ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে উৎসব। এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৬ বছর। থিম দেশ ইতালি। আগামী ৮ জানুয়ারি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার লঞ্চ করবেন। ৯ জানুয়ারি থেকে গগনেন্দ্র প্রদর্শশালায় শুরু হবে প্রদর্শনী।

এ বছর ৮১টি ফিচার ফিল্ম দেখানো হবে উৎসবে। সঙ্গে ৫০টি শর্ট ফিল্ম ও তথ্যচিত্র। মোট ৪৫টি দেশের ছবি থাকছে এবারের উৎসবে। উদ্বোধনী ছবি বাঙালির অত্য়ন্ত কাছের ‘অপুর সংসার’।

অতিমারি আবহে সবরকম স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনেই এবারের চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়েছে রাজ্য। নিউ নর্মালে ৫০ শতাংশ দর্শকের হলে প্রবেশের অধিকার রয়েছে। এক্ষেত্রেও ৫০ শতাংশ দর্শক নিয়েই চলবে চলচ্চিত্র প্রদর্শন।

সম্পর্কিত পোস্ট