চলচ্চিত্র উৎসবে প্রেক্ষাগৃহে ১০০ শতাংশ দর্শক বসানোর অনুমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মহামারীর আশঙ্কা কাটিয়ে শুক্রবার উদ্বোধন হয়ে গেল ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিলেন বলিউড বাদশা তথা পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। করোনা-বিধি মাথায় রেখেই যাবতীয় কোভিড বিধি মেনে এবার আয়োজন করা হয় এই চলচ্চিত্র উৎসব।
নবান্ন সভাঘরে বিকেল চারটেয় এই উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সিনেমার জগতের লোকজনরা এই মহামারী পরিস্থিতিতে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পেয়েছেন।
এই চলচ্চিত্র উৎসব এবার আমরা ছোট করে অনুষ্ঠান করছি। আমরা তবু করতে পারছি, অনেকে তো সাহসই পায়নি। বাংলা বিশ্ব দরবারে সমাদৃত। বিদেশের সঙ্গে আমাদের শিল্পীরা কাজ করেন। এটা ভালো লাগে, গর্বের।’
ভার্চুয়াল হাজির হয়ে শাহরুখও বলেন, ‘আমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, বাংলাকে ভালোবাসি। প্রতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রতি বছর যাই। এ বছর যেতে পারলাম না, খুব খারাপ লাগছে। সকলকে ধন্যবাদ জানাই। এই মহামারী পরিস্থিতি আমাদের সকলকে কাটিয়ে উঠতে হবে। ২০২১ সালে আমরা যা যা কাজ করব, তা যেন খুব ভালো ভাবে করতে পারি।’
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-attacks-bjp-the-people-of-bengal-will-not-be-with-them-partha-chatterjee/
সিনেমা হল প্রসঙ্গেও এদিন গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এতদিন পর্যন্ত ৫০% লোক নিয়ে হল খুলছিল। কিন্তু আজকের এই অনুষ্ঠানের পর থেকে আমি বলছি, ১০০% দর্শক অনুমতি দেওয়া হোক। তবে, সিনেমা হল মালিকরা স্যানিটাইজার রাখবেন অবশ্যই।
তিনি আরো বলেন, “আর যাঁরা সিনেমা দেখতে যাবেন, নিজেরাও সবাই মাস্ক পরে, স্প্রে নিয়ে যান সঙ্গে করে।’ একইসঙ্গে টলিউডের প্রশংসা করে তিনি বলেন, ‘টলিউডের যা প্রতিভা রয়েছে, আমি নিশ্চিত কিছুদিনের মধ্যে হলিউড, বলিউডকেও টেক্কা দেবে। এই মাটির জোর অনেক।”
শুক্রবার থেকেই নন্দন চত্বরে শুরু হয়ে যাচ্ছে ছবির উৎসব। উদ্বোধনী ছবি হিসেবে ‘অপুর সংসার’ দেখানো হচ্ছে বিকেল পাঁচটায়, রবীন্দ্র সদনে। নন্দন চত্বরে এ বারও তৈরি হয়েছে ‘সিনে আড্ডা’।
সিনেমার বহু বিশিষ্ট মানুষ এখানে বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। অন্যান্য বারের মতো এবারও থাকছে সেলফি জোন, নন্দন চত্বরে নজরকাড়া বেশ কয়েকটি ইনস্টলেশনও বসেছে।
তবে, তাৎপর্যপূর্ণভাবে এ বছর কোনও ডেলিগেট ফি দিতে হচ্ছে না। টিকিট বুক করা যাবে অনলাইনে এবং বিনামূল্যে। সংক্রমণ এড়াতেই এই ব্যবস্থা করেছেন ‘কিফ’ কর্তৃপক্ষ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/north-bengal-medical-college-upgrades-veterinary-hospital-system-union-tourism-minister-prahlad-singh-patel/
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাই অনলাইনে করতে পারে না। তাই যাঁদের কার্ড আছে, তাঁদেরও অনুমতি দেওয়া হোক।’
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন উৎসবের সভাপতি রাজ চক্রবর্তী, দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, গৌতম ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, অরিন্দম শীল, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনসহ প্রায় গোটা টলিউড।
সিনেমা প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহের সংখ্যাতেও কাটছাঁট করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন-সহ মোট ৬টি জায়গায় সিনেমা দেখানো হবে এবার।