মহারাষ্ট্রে ১০ সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাত ২ টো নাগাদ হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যু ১০ জন শিশুর। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার একটি হাসপাতালে। ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি হৃদয় বিদারক ঘটনা বলে জানিয়েছিলেন তিনি।

শুক্রবার রাতে মুম্বই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে ভান্ডারা জেলার একটি হাসপাতালের সদ্যোজাত কেয়ার ইউনিতে ঘটে এই দুর্ঘটনা। আগুন লাগার পর ওই বিভাগেরই একজন নার্স সেই আগুন দেখতে পান। হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তিনি। খবর দিলে ছুটে আসে দমকল।

 

হাসপাতাল সূত্রে খবর, ওই ইউনিটে ১৭ জন সদ্যোজাত শিশু ছিল। তাঁদের মধ্যে ৭ জনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। কিন্তু বাকি ১০ জনের মৃত্যু হয়েছে। মূলত শ্বাসকষ্ট হয়েই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান শট সার্কিটের কারণেই লেগেছে আগুন। তবে কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনাটিকে হৃদয় বিদারক বলে আখ্যা দিয়েছেন তিনি। সেইসঙ্গে উদ্ধার হওয়া শিশুদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/trumps-twitter-account-was-shut-down-after-the-capitol-hill-incident/

হাসপাতাল সূত্রে খবর, সদ্যোজাতদের অনেকেই ১ মাস থেকে ৩ মাস বয়সী। জেলা সিভিল সার্জেন প্রমোদ কানদাতে জানিয়েছেন, মূলত আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়েই মৃত্যু হয়েছে শিশুদের। অন্যান্য রোগীদের অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এরই মধ্যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের সঙ্গে কথা বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। গোটা ঘটনার পুর্নাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এবিষয়ে জেলা কালেক্টর এবং এসপির সঙ্গে কথা বলেছেন তিনি।

 

সম্পর্কিত পোস্ট