ভারতের মাটিতে চিনা সেনা প্রবেশ, হেফাজতে নিল ভারতীয় সেনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আরও একবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা পিপলস লিবারেশন আর্মির এক সেনার। সূত্রের খবর, পথ হারিয়ে প্যাংগং হ্রদের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে ঢুকে পড়ে ওই লাল ফৌজের সেনা। ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়েছে ভারতীয় সেনা। চলছে জিজ্ঞাসাবাদ।
সেনা সূত্রে খবর, শুক্রবার পুর্ব লাদাখের চুসুল সেক্টরের অন্তর্গত প্যাংগং হ্রদের দক্ষিণ প্রান্তে এই চিনা ফৌজের সৈনিককে ঘুরে বেড়াতে দেখে ভারতীয় সেনা। তৎক্ষণাৎ তাঁকে হেফাজতে নেয় ভারতীয় সেনা। দুই দেশের সীমান্ত সংক্রান্ত চুক্তি মেনেই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত। কি কারণে এবং কি উদ্দেশ্যে নিয়ে ভারতের মাটিতে পরবেশ করে চিনা সৈনিক সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।
সেনা বাহিনীর এক অফিসার জানিয়েছেন, সমস্ত কিছু নিয়ম মেনেই চিনা সৈনিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে তিনি চিন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। সেইসঙ্গে আরও বিস্তারিত কিছু জানা যায় কিনা সেই চেষ্টাও করা হচ্ছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-prime-minister-has-expressed-grief-over-the-death-of-10-newborns-in-maharashtra/
এর আগে অক্টোবর মাসে লাদাখ পেরিয়ে ভারতের মাটিতে প্রবেশ করেছিল আরও এক চিনা ফৌজের সৈনিক। লাদাখের ডেমচেক এলাকায় ওয়াং ইয়াং লং নামে এক চিনা সৈনিককে গ্রেফতার করা হয়েছিল। পড়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেনা সূত্রের খবর, শুক্রবার হেফাজতে নেওয়া চিনা সৈনিককেও রবিবার চিনের হাতে তুলে দেবে ভারত।
গত বছর থেকেই চিন এবং ভারতের মধ্যে তৈরি হওয়া গরমাগরম পরিস্থিতির উত্তাপ এখনও কমেনি। এই মুহুর্তে প্যাংগং হ্রদের দক্ষিণ পাড়ে মুখোমুখি ভারত এবং চিন। ১৫ জুন সংঘর্ষের পর দুই দেশের মধ্যে উতীজনা কমাতে মুখোমুখি হয় দুই পক্ষ। কিন্তু তাতে বিন্দুমাত্র পারদ নামেনি। বরং আলোচনায় দেওয়া কথার বারবার খেলাপ করেছেন চিন।
এরই মধ্যে একাধিকবার ভারতে প্রবেশের চেষ্টা করেছেন চিনা ফৌজ। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় বারবার তা বানচাল হয়ে যায়। কিন্তু তারপর দক্ষিণ প্রান্তে দ্বিপাক্ষিক চুক্তি মেনে সেনা মোতায়েন করেছে দিন। বিশেষজ্ঞদের মতে, ভারতকে সহজে জায়গা ছাড়তে নারাজ চিন। তাই একাধিকবার হামলা চালানোর চেষ্টা করছে তাঁরা। ভারতের মাটিতে চিনা সেনা প্রবেশ, হেফাজতে নিল ভারতীয় সেনা