সুপ্রিম কোর্টের কমিটি গঠনের সিদ্ধান্তে সহমত নন কৃষকরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে তিন কৃষি আইনের রুপায়নে স্থগিতাদেশ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না মেলা অবধি কৃষক আইনকে বাস্তবায়িত করা যাবে না। সাফ জানিয়ে দিয়েছে আদালত। একইসঙ্গে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আদালতের সেই একটিকে স্বাগত জানালেও অপর একটিকে মান্যতা দিলেন না কৃষকরা।
কোনও কমিটির সঙ্গে বৈঠকে যাবেন না এবং যে কমিটি গঠন করা হবে তাঁদেরকেও তাঁরা স্বাগত জানাতে রাজি নন কৃষকরা। কৃষকদের তরফে জানানো হয়েছে, কমিটির সমস্ত সদস্যরাই সরকারের পক্ষে কথা বলবেন। তাঁরা আইনকে ন্যায্যতা দিচ্ছেন।
কৃষকদের তরফে আরও বলা হয়েছে, আমরা মনে করি সুপ্রিম কোর্টের মাধ্যমে কেন্দ্র সরকার এই কমিটি আনতে চাইছে। শুধুমাত্র নজর ঘোরাতে এই কমিটি গঠন করা হয়েছে। এমনকি কমিটিতে সদস্যদের পরিবর্তন করা হলেও নিজেদের অবস্থানে অনড় থাকবেন বলে জানিয়েছেন কৃষকরা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-supreme-court-stayed-the-implementation-of-the-three-agricultural-laws-and-directed-the-formation-of-committees/
একইসঙ্গে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্রাক্টর র্যালি হবে বলে জানিয়েছেন কৃষকরা। সুপ্রিম কোর্টের নোটিশকে উপেক্ষা করেই কৃষকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। কৃষকদের তরফে জানানো হয়েছে ওই দিন শান্তিপূর্ণ মিছিল করবেন তাঁরা।
মঙ্গলবার বৈঠকের পর কৃষকরা আরও জানান, বেশ কিছু মানুষ মিথ্যা রটানোর চেষ্টা করছেন। তাঁরা বলেছেন, কৃষকদের মিছিল লাল কেল্লা অথবা পার্লামেন্ট অবধি যাবে। সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ১৫ জানুয়ারি কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষকরা।