প্রজাতন্ত্র দিবসে গালওয়ান সীমান্তে শহীদ সেনাদের প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত বছর থেকেই পুর্ব লাদাখে ভারত এবং চিনের মধ্যে গরমাগরম পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে গত বছরের জুন মাসে লাদাখে দুই দেশের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন। পাল্টা চিনের তরফে বলা হয় চিনের ৩০ থেকে ৪০ জন সেনা মারা যান। সেদিন বৈঠকের নাম করে পেরেক লাগানো অস্ত্র দিয়ে ভারতীয় সেনার হামলার যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা।
সেই ২০ জন ভারতীয় বীর শহীদ সেনাকে মরণোত্তর সম্মানে ভুষিত করা হবে। শহীদ সেনা জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে সাহসিকতার পুরষ্কার। দেশের জন্য আত্মবলিদানের জন্য যোগ্য সম্মানে ভুষিত করা হবে সেনাদের। এমনটাই সূত্রের খবর।
গত কয়েক মাস ধরে পুর্ব লাদাখে দুই দেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। অশান্তি এড়াতে একাধিকবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসে দুই দেশ। কিন্তু এখনও অবধি সেই উত্তাপ কমেনি। এখনও অবধি মুখোমুখি রয়েছে দুই পক্ষ। কঠিন শীতকে উপেক্ষা করেই মোতায়েন রয়েছে দুই পক্ষের হাজারো সেনা। লাদাখ সেক্টরের কাছের বিমানঘাঁটিতে বিপুল পরিমাণে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-red-army-demanded-the-release-of-a-chinese-soldier-who-had-entered-indian-territory/
কিছুদিন আগেই লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখেন সেনা প্রধান বিপিন রাওয়াত। যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য ভারতীয় সেনা তৈরি বলে জানিয়েছেন তিনি।
কুড়ি বছরের সীমান্ত চুক্তি লঙ্ঘন করে সম্মুখসমরে লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাঁদেরকে সম্মান জানানো হবে। করোনার কারণে এবার প্রজাতন্ত্র দিবসে তেমন জাঁকজমক থাকবে না। কিন্তু কর্নেল বাবু সহ সমস্ত সেনাদের শ্রদ্ধা এবং সম্মান জানানো হবে মহড়ার মাঝেই। পূর্ব লাদাখের পোস্ট ১২০ তে ভারতীয় সেনার পক্ষ থেকে ‘গ্যালেন্ট অব গালওয়ান’ নামে একটি শৌধ তৈরি করা হয়েছে। যেখানে সেনাদের বীরত্বের কথা উল্লেখ রয়েছে।