লোহরি উৎসবে কৃষক আইনের কাগজ পুড়িয়ে প্রতিবাদ পাঞ্জাবের কৃষকদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৃষি আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ। মকর সংক্রান্তির আগের দিন পাঞ্জাব, হরিয়ানা সহ দেশের একাধিক রাজ্যের লোহরি উৎসব উপলক্ষে কৃষি আইনের কাগজ পুড়িয়ে প্রতিবাদ জানালেন পাঞ্জাবের কৃষকরা।

পাঞ্জাবের বিভিন্ন প্রান্তের আন্দোলনরত কৃষক সংগঠনগুলি নতুন কৃষি আইনের কাগজ পুড়িয়ে প্রতিবাদে শামিল হন। চলে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার বিরোধী শ্লোগান। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবীতে এদিন আরও একবার সরব হন কৃষকরা।

এদিন পাঞ্জাবের অমৃতসরে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির মহিলা সদস্যরা শামিল হন আন্দোলনে। কৃষকদের তরফে জানানো হয়েছে, নতুন কৃষি আইন কৃষকদের পক্ষে নয়। নতুন কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েই কৃষি আইনের কাগজ পোড়াচ্ছেন তাঁরা। কৃষি আইন প্রত্যাহার না করা অবধি এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন কৃষকরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-farmers-did-not-agree-with-the-decision-of-the-supreme-court-to-form-a-committee/

এছাড়াও এদিন কাপুরথালা, হোশিয়ারপুর এবং সাংরুরে নতুন কৃষি আইনের কাগজ পুড়িয়ে আন্দোলন করেন কৃষকরা।

দেড় মাস পার করতে চলেছে দিল্লির সীমান্তে কৃষক আন্দোলন। এখনও অবধি আট দফার বৈঠকে বসেছে কেন্দ্র এবং কৃষক সংগঠনগুলি। কিন্তু কোনও সমাধান না মেলায় বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। আইন রূপায়নের স্থগিতাদেশ জারি করে কমিটি গঠনের মাধ্যমে সমাধানের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু সুপ্রিম কোর্টের কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাননি কৃষকরা।

কৃষকদের তরফে বলা হয়েছে, চার জনের যে কমিটি গঠন করা হয়েছে তাঁরা সকলেই সরকারের হয়েই কথা বলবেন। তাই একমাত্র নতুন আইন প্রত্যাহার না করা অবধি তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

অন্যদিকে, কৃষি আইনের প্রতিবাদের বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দ্যুষন্ত চৌটালা। এর আগে কৃষকদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সহ উপমুখ্যমন্ত্রী দ্যুষন্ত চৌটালা। যদিও জোটে চিড় ধরার প্রসং এড়িয়ে গিয়েছেন দু’জনেই।

সম্পর্কিত পোস্ট