কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত সহ ১৫ জনের প্রতিনিধি দল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার কাশ্মীর সফরে ১৫ জন ইউরোপিয়ান রাষ্ট্রদূত। সূত্রের খবর, ইতিমধ্যেই শ্রিনগরে উপস্থিত হয়েছে ওই দল। রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা, বাংলাদেশ, নরওয়ে, মালদ্বীপ সহ একাধিক দেশের রাষ্ট্রদূত।
গত ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্রও। তারপর থেকেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। তাই কাশ্মীরের গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করবেন তাঁরা।
ইউরোপীয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে পৃথক পৃথক তারিখে উপস্থিত হবেন তাঁরা। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কথা বলবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির সঙ্গে। পরিস্থিতি খতিয়ে দেখার পর লেফটেন্যান্ট জিসি মুর্মু এবং অন্যান্য অগিসারদের সঙ্গে কথা বলবেন তাঁরা।
Sources: A delegation of 15 foreign envoys reached Srinagar and are currently being briefed by Indian Army on security situation. Delegation includes envoys from USA,Argentina,South Korea,Uzbekistan,Bangladesh,Norway,Maldives,Niger and Morocco. #JammuAndKashmir pic.twitter.com/GilcvzVmX1
— ANI (@ANI) January 9, 2020
কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে গত বছরের অক্টোবর মাসে কাশ্মীরে উপস্থিত হন ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল। সেবার স্থনিয়দের সঙ্গে দেখা করার পর নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে ওই প্রতিনিধি দল। যদিও পরবর্তীকালে সেই সফর ব্যাক্তিগত বলা হয়েছিল।
সূত্রের খবর, ৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে ভারত সরকারের কাছে অনুরোধ জানায় বেশ কয়েকটি দেশ। অনুরোধ রেখেই এই সফরের ব্যবস্থা করে ভারত সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, ইউরোপীয়ান রাষ্ট্রদূতদের এই সফরে সরকার কোনও গাইড পরিচালনা করবে না। নিজেদের ইচ্ছেমতো পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা।
৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই আন্তর্জাতিক মহলে ভারতের সমালোচনা করে এসেছে পাকিস্তান। তাই কাশ্মিরের মাটিতে ইউরপিয়ান রাষ্ট্রদূতদের এই সফর আবারও ইসলামাবাদকে ব্যাকফুটে ঠেলে দেবে বলে মনে করছে কূটনৈতিক মহল।
যদিও কাশ্মীর নিয়ে সরকারকে কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধীপক্ষ। কিছুদিন আগেই কলকাতায় এসে ক্ষোভ উগড়ে দেন জম্মু-কাশ্মিরের সিপি(আই)এম বিধায়ক ইউসুফ তারিগামী। দীর্ঘ সময়ের বন্ধ ইন্টারনেট এবং রাজনৈতিক নেতাদের গৃহবন্দীর ঘটনায় উদ্বিগ্ন গোটা দেশ। যা বিভিন্ন মহলে আলোড়ন ফেলে দিয়েছে। যদিও সরকারের তরফে একাধিক জানানো হয়েছে, কাশ্মীরের পরিস্থিতি শান্ত রয়েছে।