ফেব্রুয়ারিতেই ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ, ইঙ্গিত উপনির্বাচন কমিশনারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী এপ্রিল মাসেই হতে পারে পশ্চিমবঙ্গের নির্বাচন। ফেব্রুয়ারি মাসেই হতে পারে দিন ঘোষণা। বৃহস্পতিবার এমনটাই ইঙ্গিত দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন।
বৃহস্পতিবার শহরের একটি পাঁচতারা হোটেলে সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তিনি। উদ্দেশ্য, রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, “গতবারের মতো এবারেও রাজ্যে সাত দফায় নির্বাচন হলে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে।তাই এখন থেকেই সম্ভাব্য সব রকম প্রস্তুতি শুরু করে দিতে বলা হয়েছে। অপরাধের সংখ্যা শূন্যতে নামিয়ে আনতে বলা হয়েছে। প্রশাসনের তরফে কোনওরকম ভুল যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি দিতে বলা হয়েছে।”এদিনের বৈঠকে দেওয়া তথ্যের অপর নির্ভর করেই স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে শুরু করেছে নির্বাচন কমিশন।
ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে দুই দিনের সফরে রাজ্যে উপস্থিত হয়েছিলেন সুদীপ জৈন। বুধবারের পর বৃহস্পতিবারেও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিনেও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। যেভাবে রিপোর্ট চাওয়া হয়েছিল, সেভাবে দেওয়া হয়নি। রিপোর্ট পক্ষপাতদুষ্ট বলে জানিয়েছেন তিনি। সঙ্গে কড়া বার্তা দেন, ফুল বেঞ্চের সামনে এরকম রিপোর্ট দেওয়া হলে সরিয়ে দেওয়া হতে পারে অফিসারকে। সেইসঙ্গে ভোটের বাজারে কালো টাকা রুখতেও কড়া বার্তা দেন তিনি।
এদিন ইঙ্কাম ট্যাক্স, এক্সাইজ এবঙ্গ কাস্টমসের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করেন সুদীপ জৈন। টাকা লেনদেনের ওপর বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।