চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, শুক্রবার রাত থেকে বন্ধ শিয়ালদহ উড়ালপুল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত থেকে কাজ চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। যার জেরে তীব্র যানজট তৈরি হচ্ছে শিয়ালদহ ব্রিজের উপর। তার উপর মেট্রোর কাজের জন্য ব্রিজের উপর কম্পন অনুভুত হচ্ছেই।
তাই ব্রিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৫ ই জানুয়ারি রাত ১১ টা থেকে ১৯ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ ব্রিজের একাংশ।
তাই ১৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত বিকল্প রুটে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।
শুক্রবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উত্তর কলকাতা দিকে আগত গাড়িগুলিকে মানিকতলা, রাজাবাজার অথবা মহাত্মা গান্ধীর রোড ধরে গন্তব্যস্থলে পৌঁছতে হবে। অন্যদিকে মৌলালী থেকে আগত গাড়িগুলি রাজাবাজার ও ধর্মতলা হয়ে ঘুরে যাবে।
একইসঙ্গে শিয়ালদহ থেকে আসা গাড়ি গুলি এগিয়ে যাবে উড়ালপুলের একাংশ ধরে বেলেঘাটা রোডের অভিমুখে। মৌলালি থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ-র দিকেও বেশ কিছু গাড়ি ঘোরানো হতে পারে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে।
আরও পড়ুনঃ তৃণমূলেই থাকছেন শতাব্দী, বৈঠক শেষে জানালেন তারকা সাংসদ
এ পি সি রোড, এম জি রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, রফি আহমেদ কিদোয়াই রোড, লেনিন সরণি এই এলাকাগুলিতে এই কদিন সম্পূর্ণভাবে ট্রাম চলাচল বন্ধ থাকবে।
আমর্হাস্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলী স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, ক্রিক রো, মহাত্মা গান্ধী রোড বরাবর বন্ধ রাখা হবে পার্কিং। এই রাস্তাগুলি এই কদিন একমুখী করে দেওয়া হবে বলেও জানা গেছে।
শুধুমাত্র জরুরী পরিষেবা ,অ্যাম্বুলেন্সের গাড়ি ও দমকল এদিক দিয়ে যাতায়াত করতে পারবে।