সমস্ত পরিসংখ্যান বদলে গাব্বায় ঐতিহাসিক সিরিজ জয় ভারতের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সমস্ত পরিসংখ্যান বদলে দিয়ে গাব্বায় ঐতিহাসিক জয় ভারতের। মঙ্গলবার গাব্বায় সেই পরিসংখ্যান বদলে দিল মেন ইন ব্লুজের তরুণ সৈনিকরা। পরপর দুটি সিরিজেই অজিদের মাটিতে তাঁদের পরাজিত করল ভারত। সেইসঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বর্ডার-গাভাসকার ট্রফি ছিনিয়ে নিল ভারত।

চতুর্থ দিন থেকেই একেবারে টানটান উত্তেজনাপূর্ণ ছিল ম্যাচ। পঞ্চম দিনের শুরু থেকেই অজি বোলিংয়ের আক্রমণকে পরাস্ত করে চলেছিলেন শুভমন গিল এবং ঋষভ পান্থ। অন্যদিকে ক্রিজের অন্যদিকে দাঁড়িয়ে ভরসা জুগিয়ে তুললেন চেতশ্বর পুজারা।

পঞ্চম দিনে ৩২৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটে নেমেছিল ভারত। কিন্তু অষ্টম ওভারে টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা। কিন্তু ভারতের দুরগ ধরে রাখলেন শুভমন গিল এবং চেতশ্বর পুজারা। বেশ মেজাজি ছন্দে দেখা গিয়েছিল শুভমন গিলকে। করলেন হাফ সেঞ্চুরি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/netaji-125th-birth-anniversary-will-be-celebrated-as-a-day-of-strength/

কিন্তু লাঞ্চের পরেও সেই ছন্দ ধরে রাখার চেষ্টা করা হলেও ৯১ রানের মাথায় লিওঁর বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরে যান গিল। অধিনায়ক অজিঙ্ক রাহানে আসলেও ২৪ রানের মাথায় ফিরে যেতে হয় তাঁকে।

৩ উইকেটের পর জুটি বেঁধে ব্যটিং দাপত চালান পন্থ এবং পুজারা। অনেকটা সময় ধরে টিকে থাকার পর ৫৬ রানের মাথায় কামিংসের বলে আউট হয়ে ফিরে যান তিনি। টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উথল গাব্বার ময়দান। ক্রিকেট বিশেষজ্ঞদের নজরে ছিল এদিনের শেষ মুহুর্ত।

এদিন হ্যাজেলউডের শেষ বলে চার মেরে ইতিহাস গড়লেন ঋষভ পান্থ। ৮৯ রান করে শেষ অবধি রইলেন নট আউট।

একাধিক চোত এবং গোটা সিরিজ ঘিরে একাধিক মন্তব্যের পর এই সিরিজ ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। পঞ্চম দিনে ৩২৮ রান করে সেই কাজ করে দিল ভারতীয় দল।

সম্পর্কিত পোস্ট