ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন অরূপ বিশ্বাস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার ধূপগুড়ির মর্মান্তিক দুর্ঘটনায় মৃত পরিবারকে সমবেদনা জানাতে তড়িঘড়ি উত্তরবঙ্গে পৌঁছলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

বুধবার সকালেই ধূপগুড়ির মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ও আহতদের সঙ্গে গিয়ে দেখা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, ধুপগুড়ির বিধায়ক মিতালী রায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাপতি সহ সভাপতি সহ জেলা ও ব্লক স্তরের নেতারা।

উল্লেখ্য মঙ্গলবার রাত সাড়ে নয়টা নগাদ ধূপগুড়ির লাল স্কুল সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে বোল্ডার বোঝাই ট্রাক এবং দুটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ময়নাগুড়ির রানীরহাট মোড় থেকে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় পাত্রের বাড়িতে বউভাত খেতে যাচ্ছিলেন কনের বাড়ির দুটি গাড়ি। সেসময় বোল্ডার বোঝাই দশচাকার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটির সঙ্গে ধাক্কা মারে।

বোল্ডারগুলো ছোট গাড়িটির উপরে পড়ে যায়। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুসহ ১৪ জনের। আহত বেশ কয়েকজন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/trinamool-demands-to-unravel-the-mystery-of-netajis-disappearance/

বুধবার দুপুরে রানীরহাট মোড়ে কনের বাড়িতে গিয়ে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য প্রতিনিধি দল।

এই বিষয়ে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,” খুবই মর্মান্তিক দুর্ঘটনা। রাজ্যের মুখ্যমন্ত্রী গত রাত থেকেই বিষয়টি মনিটরিং করছিলেন। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। মৃতদের প্রত্যেককে আড়াই লক্ষ টাকার চেক এবং আহতদের ৫০ হাজার টাকার চেক তুলে দিলাম।আগামীতেও এই পরিবারগুলির পাশে আমরা থাকবো এই বার্তাই পরিবারের সদস্যদের দিলাম।”

সম্পর্কিত পোস্ট