আচমকা আগুন পুনের সিরাম ইন্সটিটিউটে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুনের সিরাম ইন্সটিটিউটে আগুন। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ১০ টি ইঞ্জিন। যুদ্ধ কালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে সুরক্ষিত রয়েছে মজুত করা কোভিশিল্ড। দমকল সূত্রে জানা গিয়েছে  পুণের সিরাম ইন্সটিউটে নির্মীয়মাণ বিল্ডিং-এ আগুন লেগেছে।

পুণের দমকল বাহিনীরএক আধিকারিক জানিয়েছেন, আচমকা মঞ্জরী প্ল্যান্টের পঞ্চম তলায় আগুন লেগেছে। পুণের মেয়র মুরলীধর মোহল জানিয়েছেন, পৌঁছে গিয়েছে দমকলের ১০ টি ইঞ্জিন।

সিরাম ইন্সটিটিউটে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ইন্সটিটিউট সংলগ্ন এলাকা। কীভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি। অগ্নিকান্ডের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

সিরামের প্রশাসনিক ভবনে বিধ্ববংসী আগুন এখনো নিয়ন্ত্রনে আনা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রনের কাজ।

সম্পর্কিত পোস্ট