দল বদলালে কেউ যদি বেইমান হয়, তার সবথেকে বড় উদাহরণ মুখ্যমন্ত্রী- বিস্ফোরক শীলভদ্র দত্ত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দল ছেড়ে কেউ যদি অন্য দলে নাম লেখায় তাহলেই তাকে বলা হচ্ছে বেইমান। আর তাই যদি হয়ে থাকে তবে বাংলার সবথেকে বড় বেইমান পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাতে বিজেপির দলীয় কার্যালয় সাংগঠনিক বৈঠক সেরে বিস্ফোরক মন্তব্য করলেন সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত।
তাঁর ব্যাখ্যা, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বিজেপির হাত ধরেছেন। তারপর বিজেপির হাত ছেড়ে তিনি কংগ্রেসে এসেছেন। অতঃপর কংগ্রেস ছেড়ে দিয়ে তিনি তৃণমূল কংগ্রেস দল গঠন করেছেন। আজ তিনি অন্যদের দিকে আঙ্গুল তুলে কি প্রমাণ করতে চাইছেন?
এদিন সাংবাদিকদের সামনে আগাগোড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। তিনি কটাক্ষ করেন বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে একের পর এক নেতৃত্বের বিক্ষুব্ধ মনোভাব নিয়েও।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সভা করেছেন। সেখান থেকেই তিনি ঘোষণা করেছেন এবারে নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। যা নিয়ে তুমুল রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়েছে।
তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ করেছে তৃণমূলের নেতৃত্বরা। তাদের কথায় শুভেন্দু অধিকারী যদি বাপের ব্যাটা হন এবং তার যদি ক্ষমতা থাকে তবে তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়ে নিজের জনভিত্তি প্রমাণ করে দেখান।
পাল্টা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হবে হাফ লক্ষ ভোটে। শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পন্ডা চ্যালেঞ্জ করে জানিয়েছেন এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানত বাজেয়াপ্ত করে তাকে উৎখাত করা হবে।
এ প্রসঙ্গে শীলভদ্র দত্ত জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঠিক নেই। তাই ভুতের পিছনে দৌড়াচ্ছেন। নন্দীগ্রামে ভোটে দাঁড়ানোর কথা বলছেন। দলত্যাগী বিধায়কদের সম্প্রতি চিঠি ধরিয়েছে তৃণমূল তাদের মতামত জানতে চেয়ে। এই বিষয়ে শীলভদ্র দত্ত জানান চিঠি এলেও নতুন করে কোনো উত্তর দেবেন না তিনি।
একইসঙ্গে এ দিন সিপিএম সম্পর্কে তার মন্তব্য এই বাংলায় আর নতুন করে ছদ্মবেশী রাজনৈতিক দলের আর কোনো প্রয়োজন নেই। এদিন শীলভদ্র দত্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাশাপাশি আপাদমস্তক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং ব্রাত্য বসুকে নিয়েও কটাক্ষ করেন।
তিনি বলেন উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে এবারে আর কেউ ভোট দেবেনা। তার বিরুদ্ধে একের পর এক যে অভিযোগ রয়েছে, বাংলার মানুষ সবটাই জানেন। একুশের নির্বাচনে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আসার থেকে কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেন শীলভদ্র দত্ত।