মতবিরোধের জের, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বহিস্কার করল এনসিপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার চক্রান্তের অভিযোগ এনে বহিষ্কার করা হল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। সরাসরি নেপালের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হল তাঁকে। এর আগে দলের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে তাঁকে। এবার খারিজ করে দেওয়া হল সদস্যপদ।
মাধব পাল ও পুষ্প কুমার দাহাল ওরফে প্রচণ্ড এর নির্দেশে ওলিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এনসিপি সূত্রে। ওলি বিরোধী শিবিরের মুখপাত্র নারায়ন কাজী শ্রেষ্ঠ জানান কেপি শর্মা ওলি সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির বৈঠকে।
ওলির বিরুদ্ধে অভিযোগ কি?
নির্বাচনে তিন বছর আগে বিপুল ভোটে জয়লাভ করে কমিউনিস্ট পার্টি ও মাওবাদীদের জোট এনসিপি। প্রধানমন্ত্রী হন কেপি শর্মা ওলি। চুক্তি হয় পাঁচ বছরের মেয়াদে সমবন্টনে দুই দলেরই প্রধানমন্ত্রী হবে। শর্ত উপেক্ষা করে মাওবাদী নেতা প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করেন ওলি।
প্রজাতন্ত্র দিবসের আগে হাই অ্যালার্ট রাজ্যের ৫ স্টেশনে
এনসিপি সূত্রের খবর ওলি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন। তৈরি হয় মতবিরোধ। সেই বিরোধিতার মাঝেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন ওলি। শেষমেষ ওলির চাপেই প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন।
ওলির বিরুদ্ধে নীতিগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে এনসিপি সূত্রে। তাঁকে জবাবদিহি করতে হবে বলেও জানা গিয়েছে নেপাল কমিউনিস্ট পার্টির তরফে।