সিকিম সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চিনের, ভারতের সঙ্গে সংঘর্ষে আহত ২০ চিনা জওয়ান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গালওয়ানের উত্তাপ কমতে না কমতেই সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল ভারত এবং চিন। সিকিম সীমান্তের নাকুলায় ভারতের সঙ্গে সংঘর্ষে আহত ২০ জন চিনা জওয়ান।
সেনা সূত্রের খবর, সিকিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে লাল ফৌজের একটি দল। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় পিছু হটতে বাধ্য হয় তাঁরা। ঘটনায় দুই পক্ষের সেনা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ কর্ণাটক বিস্ফোরণঃ মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
চিনের সেনাকে পিছু হটতে বাধ্য করেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, ঘটনায় ভারতীয় সেনার চার জন আহত হয়েছেন।
ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। প্রবল ঠান্ডার মধ্যেও চলছে কড়া নজরদারি। উত্তর সিকিমের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনা।
এর আগে রবিবার চুসুল সীমান্তে মুখোমুখি বৈঠকে বসে ভারত এবং চিন। উপস্থিত ছিলেন উচ্চ পর্যায়ের সেনা আধিকারকরা। প্রায় ১৫ ঘন্টা ধরে চলে বৈঠক। যদিও সেই বৈঠকে কোনও সমাধান মিলবে না তা আগেই আঁচ করতে পেরেছিলেন বিশেষজ্ঞ মহল। আর তার পরেই এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
গত বছর থেকেই লাদাখে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকে। জুন মাসে লাদাখে ২০ জন সেনা শহীদ হন। যদিও চিনের তরফে ৪০ জন সেনার মৃত্যু হয়েছে বলে জানা যায়। গত কয়েক দশক ধরে চলা চিনের এই সম্পর্কের তিক্ততার জন্য একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে চলেন ভারত এবং চিন।
উত্তেজনা কমাতে একাধিকবার বৈঠকে বসেন দুই পক্ষের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। কিন্তু তাতে সমস্যা মেটেনি। যদিও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান বলে জানিয়েছে ভারত। তবে চিন আক্রমণাত্মক হলে ছেড়ে কথা বলবে না। সাফ বার্তা ভারতের।