পুলিশের ব্যারিকেড সরিয়ে দিল্লিতে প্রবেশ কৃষকদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত দু’মাস ধরে সদ্য পাশ হওয়া রিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লি উপকন্ঠে আন্দোলন জারি রেখেছেন কয়েক লক্ষ কৃষক। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি জুড়ে বিরাট ট্র্যাক্টর র‍্যালি করার কথা ঘোষণা করেছিলেন আন্দোলনরত কৃষকরা। মঙ্গলবার সকালেই টিকরি বর্ডারের পুলিশ ব্যারিকেড সরিয়ে দিল্লির ভিতর প্রবেশ করলেন কৃষকরা।

অন্যান্য কোনও জায়গায় বিশৃঙ্খলা যাতে না ছড়ায় তার জন্য নির্দেশ দিয়েছেন কৃষক নেতারা। দিল্লির পশ্চিমে টিকরি বর্ডারে এই ঘতোনা ঘটে। যেখানে হাজার কৃষক একজোট হয়ে ব্যারিকেড সরিয়ে দিল্লি প্রবেশ করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হবে ট্র্যাক্টর প্যারেড। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন কয়েক লক্ষ কৃষক। দিল্লির রাজপথে ঐতিহাসিক কুচকাওয়াজ অনুষ্ঠানে পরেই দিল্লি জুড়ে ট্র্যাক্টর প্যারেড করবেন কৃষকরা।

কৃষকদের এই প্যারেড কর্মসুচীকে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। লক্ষ লক্ষ কৃষকরা নিজেদের ট্র্যাক্টর নিয়ে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন দিল্লির উপকন্ঠে। সঙ্গে রয়েছে নিজ নিজ কৃষক সংগঠনের পতাকা এবং রয়েছে জাতীয় পতাকা। একইসঙ্গে ১ ফেব্রুয়ারি সংসদ ভবনের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করবেন কৃষকরা। ওই দিন সংসদে বাজেট পেশ হওয়ার কথা।

কৃষকদের সঙ্গে কথা বলে দিল্লি পুলিশ ৩ টি রাস্তা ঠিক করেছে। একইসঙ্গে ওই দিন বিশেষ কারণ ছাড়া দিল্লির উদ্দেশ্যে না যাওয়ার নির্দেশ দিয়েছে হরিয়ানা পুলিশ।

 

সিঙ্ঘু বর্ডার থেকে ৬৩ কিলোমিটার দীর্ঘ প্যারেড করবেন কৃষকরা। একইভাবে টিকরি বর্ডার থেকে প্রায় ৬৩ কিলোমিটার এবং গাজিপুর বর্ডার থেকে ৬৮ কিলোমিটার প্যারেড করবেন কৃষকরা। এদিন সমস্ত নিয়মাবলী মেনেই মিছিল করবেন বলে স্পষ্ট করেছেন কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি।

এর আগে কেন্দ্র এবং কৃষকদের মধ্যে ১১ দফার বৈঠক হয়। কিন্তু কোনও সমাধান বের হয়নি। ১৮ মাসের জন্য কৃষি আইনে স্থগিতাদেশ জারি করেছে কেন্দ্র। তাই ট্র্যাক্টর প্যারেড করেই আরও আন্দোলনকে বৃহত্তর করতে চাইছেন কৃষকরা। ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন পায়ে হেঁটে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন কৃষকরা।

সম্পর্কিত পোস্ট