হুগলী জেলার কোর কমিটি এবং মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন বিধায়ক প্রবীর ঘোষাল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলের মধ্যে ‘পচা মুখ’ এ ভরে গিয়েছে। দলের এমন অনেকেই রয়েছেন যাঁরা হারানোর জন্য ষড়যন্ত্র করছেন। তাই তৃণমূলের কোর কমিটি এবং জেলা তৃণমূলের মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল।

লোকসভা নির্বাচনে জেলায় তৃণমূলের ফলাফল ভালো ছিল না। সেই জায়গায় বেশ কয়েকটি বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি। তা নিয়েই দলের অন্দরে একাধিকবার ক্ষোভ উগড়ে দেন তিনি। যদিও বিধায়ক পদ ছাড়ছেন না। তা স্পষ্ট করেছেন তিনি।

তবে কি বিজেপিতে যোগ দেবেন উত্তরপাড়ার বিধায়ক? যদিও সেবিষয়ে জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূল বিধায়ক।

নতুন করে ঘটনার সুত্রপাত উত্তরপাড়ার একটি কলেজের প্রশাসনিক ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে। বিধায়কের অভিযোগ, ষড়যন্ত্র করে নিমন্ত্রণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। শুধুমাত্র রাখা হয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যা ঘিরেই ক্ষোভ বেড়েছে। এছাড়াও বেশ কিছু জায়গায় মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও কাজ হচ্ছে না বলে অভিযোগ তোলেন বিধায়ক প্রবীর ঘোষাল। সেইকারনেই দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

সোমবারই পুরশুড়ায় সভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই দলের দুই পদ থেকে বিধায়কের ইস্তফা দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ক্ষোভে, অভিমানে মুখ্যমন্ত্রীর সভায় যাননি বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ঘিরে রণক্ষেত্র দিল্লি, ব্যবহার করা হল টিয়ার গ্যাস এবং জলকামান

সোমবার পুরশুড়ার সভা থেকেই তৃণমূল সুপ্রিমোকে বলেতে শোনা যায়, অনেকে জানতেন দলে থাকলে টিকিট পাবেন না। তাই টিকিট পাওয়ার লোভে দল ছাড়ছেন। তিনি অলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দলের সংগঠন নিয়ে কথা হয়েছে। দলের বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। বিধায়ক বলেন, এবারের নির্বাচনে উত্তরপাড়া না হলেও অন্য কোনও জায়গায় থেকে নির্বাচনে লড়াইয়ের জন্য তাঁকে প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

তবে তিনি এটাও স্পষ্ট করে বলেন, লোকসভা নির্বাচনের পর থেকেই দলের একাধিক বিষয় নিয়ে অভিযোগ করে চলেছেন তিনি। শুধুমাত্র ভোটের মুখে নয়। “যেটা বাসব সেটাই বলব”।

সম্পর্কিত পোস্ট